Bangladesh: বাংলাদেশের ভোটে খুন-হামলা, শতাধিক কেন্দ্র ফাঁকা! বিদেশিদের চোখে ‘শান্তিপূর্ণ’

বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে বলছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। বাংলাদেশের (Bangladesh) শাসকদল আওয়ামী লীগ সেই প্রতিক্রিয়া ফলাও করে প্রচার করছে। ‘শান্তিপূর্ণ’ ভোটের বার্তার…

Bangladesh

বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে বলছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। বাংলাদেশের (Bangladesh) শাসকদল আওয়ামী লীগ সেই প্রতিক্রিয়া ফলাও করে প্রচার করছে। ‘শান্তিপূর্ণ’ ভোটের বার্তার মাঝেই আসছে দেশজুড়ে একাধিক কেন্দ্রে হামলা ও খুনের খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনকে কটাক্ষ করে একটি ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে চট্টগ্রামের একটি কেন্দ্রে এক নাবালিকা ভোট দিচ্ছে! প্রশ্ন তোলা হয় এ কেমন ভোট? ছবিতে দেখা যাচ্ছে ভোটকর্মীরা ওই নাবালিকার আঙুলে ভোটের কালি লেপে দিচ্ছেন। তারপর ব্যালট পেপারে সবার সামনে ওই নাবালিকা ভোট দিল। 

Bangladesh

বাংলাদেশের ১২তম জাতীয় সংসদ নির্বাচন ও ভোট পরবর্তী কেউ নাশকতার চেষ্টা করলেও সফল হবে না বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনী র‌্যাব (RAB) মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি যখন ঢাকার সাংবাদিক সম্মেলন করছেন তখন দেশটির সমস্ত বিভাগ থেকে আসতে শুরু করেছে হামলা ও সংঘর্ষের খবর।

মুন্সীগঞ্জ-৩ আসনে মিরকাদিম এলাকায় আওশ্রামী লীগের কর্মী মহম্মদ ঝিল্লুকে (৪২) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভোট কেন্দ্রেই। স্থানীয় উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এছাড়া শতাধিক কেন্দ্রে দুপুর পর্যন্ত ফাঁকা-ভোটারহীন! তাৎপর্যপূর্ণ ঘটনা, দুপুরের পর থেকে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে মরিয়া আওয়ামী লীগ। কারণ নির্বাচনে ভোটদানের হার খুবই কম।

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের পর ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি টানা তিন দফার প্রধানমন্ত্রী। এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের সরকারে থাকা আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের মূল ভোট লড়াই। সংসদে বিরোধী দল বলে চিহ্নিত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হয়েছে আওয়ামী লীগের। মূল বিরোধী শক্তি বিএনপি ভোট বয়কট করেছে।

হিংসা ও নাশকতার আবহে বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট চলছে। নির্বাচনে আছে ২৮ দল থেকে চূড়ান্ত প্রার্থী ১৯৭১ জন্য আর স্বতন্ত্র (নির্দল) ৪৩৬ জন। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ। ভোট শেষ হলেই গণনা শুরু। রাতেই ফল প্রকাশ।