অভিষেক পশ্চিমবঙ্গকে ‘ট্রিগার হ্যাপি পুলিশ’ উপহার দেবে: সুকান্ত

বিজেপির (BJP) নবান্ন অভিযানে গুরুতর জখম অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় ও একজন ওসি। বুধবার তাঁর সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন আপনার জায়গায়…

BJP state president sukanta majumdar

বিজেপির (BJP) নবান্ন অভিযানে গুরুতর জখম অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় ও একজন ওসি। বুধবার তাঁর সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত, আমি মাথার উপরে শুট করতাম। তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদকের মন্তব্য নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপি রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদার বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ট্রিগার হ্যাপি পুলিশ আগামী দিনে পশ্চিমবঙ্গকে উপহার দেবে।

বিরোধী দল বিজেপির নবান্ন অভিযানের প্রতিক্রিয়ায় পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, পুলিশ চাইলেই গুলি চালাতে পারত। অবশ্য মঙ্গলবার মু়খ্যমন্ত্রী বলেন, বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কী বলেছেন অভিষেক? পড়ুন

আক্রমণাত্মক অভিষেক, বললেন ‘মাথায় গুলি করতাম’

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলার সো কলড যুবরাজ যিনি আজকে বক্তব্য রাখলেন, তিনি মোটেও সন্তুষ্ট নয় পুলিশের ভুমিকা নিয়ে। অর্থাৎ নব তৃণমূলের পুলিশ মানুষের মাথা লক্ষ্য করে গুলি করবে, কপাল লক্ষ্য করে গুলি করবে। ট্রিগার হ্যাপি পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ট্রিগার হ্যাপি পুলিশ আগামী দিনে পশ্চিমবঙ্গকে উপহার দেবে বলে আমাদের মনে হয়েছে।

সুকান্ত বলেন, আহত এসিপির সঙ্গে আমি আগে ফোনে কথা বলেছি। ওনার আহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। যে কোনও কর্মী সমর্থক, যারা আহত হয়েছে, তাঁদের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা গেই বলেছিলাম এটা তৃণমূলের প্ল্যানিং। বিজেপির এই কর্মীদের মধ্যে তৃণমূল লোক ঢুকিয়ে এই কাজ করেছে।