SSC সার্ভার রুম থেকে তথ্য নিতে নির্দেশ বিচারপতির

SSC দুর্নীতি নিয়ে ফের একবার নয়া নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পাশাপাশি এসএসসি ভবনের পাহারায়…

SSC দুর্নীতি নিয়ে ফের একবার নয়া নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পাশাপাশি এসএসসি ভবনের পাহারায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার সিদ্ধান্ত দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন, এসএসসির চেয়ারম্যান শুভ্র চক্রবর্তীর উপস্থিতিতে সার্ভার রুম খুলে দিতে হবে।

উল্লেখ্য, এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুমে থাকা একাধিক তথ্য বিকৃত করা হতে পারে, মামলাকারীদের তরফে এই বক্তব্য জানানোর পরেই সার্ভার রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন তিনি।

সেই সময় অভিযোগ উঠেছিল সফটওয়্যারে কারসাজি করে তালিকা তৈরি করা হয়েছিল।
তারপর থেকেই সার্ভার রুম সিল করে দেওয়া ছিল। এরপর একাধিকবার তথ্য সংগ্রহ করতে উপস্থিত হয়েছিল সিবিআই। কিন্তু নিয়গের একাধিক কাজ এবং তথ্য সংক্রান্ত বহু কাজ আটকে পরেছিল বলে আদালতের কাছে জানিয়েছে কমিশন। এরপরেই সার্ভার রুম হস্তান্তর ও কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট।