Bay Of Bengal: সাগরে জাগছে ষাঁড়াষাঁড়ির বান, উপকূলের গ্রামাঞ্চলে সতর্কতা

শনিতে ষাঁড়াষাঁড়ির বান (Tide) আসবে। এমনই সতর্কতা জারি হয়েছে বঙ্গোপসাগর (Bay Of Bengal) উপকূলের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তির্ণ এলাকায়। একইভাবে উত্তর ২৪…

শনিতে ষাঁড়াষাঁড়ির বান (Tide) আসবে। এমনই সতর্কতা জারি হয়েছে বঙ্গোপসাগর (Bay Of Bengal) উপকূলের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তির্ণ এলাকায়। একইভাবে উত্তর ২৪ পরগনার বিভিন্ন নদী মোহনা এলাকায় বেড়েছে চিন্তা। 

নিম্নচাপের কারণে টানা বৃষ্টি শুরু হচ্ছে সপ্তাহ শেষে। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি। এর মাঝে শনিবার শুরু হচ্ছে ষাঁড়াষাঁড়ির কোটাল। আবহাওয়া দফতর সূত্রে খবর ভারী বৃষ্টি ও ঘন্টায় ৪৫ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে।

সাগর উত্তাল থাকায় শনিবার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজদীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সন্ধের মধ্যে সুন্দরবনের সব মৎস্যজীবীদের বন্দরে ও নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ে সতর্ক করা হচ্ছে।

পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সন্ধে থেকেই বদলে গেছে রাজ্যের আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী বাড়াচ্ছে। এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। আর জেরেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।