Madhyamik Examination: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ পর্ষদের

কলকাতা: মাস পেরলেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ১২ ফেব্রুয়ারি৷ প্রায় প্রতিবছরই কখনও পরীক্ষা শুরুর কয়েক…

school reopen in west bengal

কলকাতা: মাস পেরলেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ১২ ফেব্রুয়ারি৷ প্রায় প্রতিবছরই কখনও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে কখনও বা পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে৷ চলতি বছরেও ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই একগুচ্ছ পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ৷

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুর্শিদাবাদ কার্যালয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ সেই বৈঠকে পরীক্ষার প্রশ্নপত্র সহ একাধিক বিষয়ে আলোচনা হয়৷ এরপর বৈঠক শেষে প্রশ্নপত্র ফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানান মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি৷

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে প্রশ্নপত্রের সিরিয়ালের জায়গায় কোড ব্যবহারের কথা আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ সেই সঙ্গে চলতি বছরের পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ এছাড়াও যে সমস্ত বিদ্যালয়ে সীমানা পাঁচিল এবং সিসিটিভি নেই, সেই সব স্কুলে এবারে পরীক্ষার সেন্টার করা হবে না৷

পর্ষদের তরফে আরও জানানো হয়, প্রতিটি পরীক্ষার হলে থাকবে সিসি ক্যামেরা৷ সেই ক্যামেরা ফুটেজ যত্ন করে রাখতে হবে পরীক্ষাকেন্দ্রগুলিকে৷ এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ৷ বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩ টে পর্যন্ত চলবে পরীক্ষা৷