Health Tips: ভোটের বাজারে হাতের কাছে রাখুন এই পাঁচ হোমিওপ্যাথি ওষুধ, ডাক্তারবাবু দিলেন পরামর্শ

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের উত্তাপ সামলাতে অনেকেই হিমশিম খাচ্ছে! প্রার্থী থেকে কমিশন দুজনেই এখন বেজায় ব্যস্ত। ভোট কর্মী থেকে রাজনৈতিক প্রার্থী দুই শিবিরই ঘেমেনেয়ে…

Homeopathy-doctor1

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের উত্তাপ সামলাতে অনেকেই হিমশিম খাচ্ছে! প্রার্থী থেকে কমিশন দুজনেই এখন বেজায় ব্যস্ত। ভোট কর্মী থেকে রাজনৈতিক প্রার্থী দুই শিবিরই ঘেমেনেয়ে একাকার। কিন্তু এই মরশুমে নিজেকে থাকতে হবে ফিট! তীব্র দাহদাহ উপেক্ষা করে ভোটের প্রচার এবং ভোটের কাজ চালিয়ে যেতে হবে রুদ্ধশ্বাসে। কিন্তু এই মরশুমে সবারই ঠান্ডা গরম লেগে একাকার। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি। সঙ্গে দোসর মাথা ব্যথা। তাই এই সর্দিগর্মিতে ফিট থাকার উপায় (Health Tips) বাতলে দিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সুশ্বত দাস(বিএইচএমএস)। তিনি হাতের কাছে রাখতে বললেন এই পাঁচ হোমিওপ্যাথি ওষুধ।

১) অ্যাকোনাইট( Aconite)-এই মরশুমে প্রচারে বেরিয়ে হঠাৎ করে প্রেশার ফল! মাথা ঘুরছে? টেনশন হচ্চে জিতবেন কিনা? নাকি ভোটের কাজে যেতে ভয় পাচ্ছেন। এই সমস্ত ক্ষেত্রে সঙ্গে রাখুন অ্যাকোনাইট( Aconite)ওষুধটি। কয়েক মিনিটের মধ্যে কাজ শুরু করবে এই ওষুধটি।

২) গ্লোনাইন(Glonoine)- এই গরমে যারা হিট স্ট্রোকের ভয় পাচ্ছেন তারা সঙ্গে রাখুন এই মেডিসিন। রোদে বেরিয়ে মাথা ঘুরছে, শরীর ছেড়ে দিয়েছে! বমি বমি পাচ্ছে ? নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে! ভয় পাওয়ার কিছু নেই এই গ্লোনাইন(Glonoine)ওষুধটি অব্যর্থ কাজ করবে।

৩) নাক্সভমিকা(Nuxvomica)- এই গরমে পেটের সমস্যার ভুগছেন? রাতে ঠিক করে ঘুম হচ্ছে না? চিন্তার কিছু নেই। হাতের কাছে রাখুন নাক্সভমিকা(Nuxvomica)।

৪) পালসিটিলা(pulsitilla)- পেট গুরগুর করছে ? বারবার বাথরুম ঘর করতে হচ্ছে ? এই গরমে কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে? পালসিটিলা(pulsitilla)মেডিসিনটি সঙ্গে রাখলে আর চিন্তার কিছু নেই।

৫) রাক্সটক্স(Ruxtox)- এই মরশুমে জ্বর জ্বর ভাব? সঙ্গে গা হাত পায়ে ব্যথা ? ঘাম জমে সর্দি হয়েছে ? সঙ্গে রাখুন রাক্সটক্স(Ruxtox)।
বক্তব্য- ডাক্তার সুস্বত দাস (BHMS) লেখাটি বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলে লেখা হয়েছে। তাই কোনও ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন।)