রাজ্যের একাধিক জায়গায় মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি সরকারের

রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণ হল বুধবার। এদিকে রাম নগরী অযোধ্যা নিয়ে বড় সিদ্ধান্ত নিল যোগী সরকার। এখন ভগবান শ্রীরাম মন্দির এলাকায় মদ বিক্রি করা হবে…

রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণ হল বুধবার। এদিকে রাম নগরী অযোধ্যা নিয়ে বড় সিদ্ধান্ত নিল যোগী সরকার। এখন ভগবান শ্রীরাম মন্দির এলাকায় মদ বিক্রি করা হবে না বলে জানিয়ে দিল উত্তর প্রদেশ রাজ্য সরকার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে, শ্রীরাম মন্দির এলাকায় পড়ে থাকা মদের দোকানগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বুধবার থেকে কানহা শহর মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান সংলগ্ন এলাকায় মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এর সঙ্গে মথুরায় মদ, বিয়ার ও গাঁজার ৩৭টি দোকানে বুধবার, ১ জুন থেকে তালা দেওয়া হবে। তবে দই ও দুধের দোকান বাড়ানো হবে। মথুরা শহরের তিনটি হোটেলের বার এবং দুটি মডেলের দোকানও আজ থেকে খোলা হবে না। মথুরাকে তীর্থস্থান ঘোষণা করে জন্মস্থানের আশেপাশে মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করে।