Sania Mirza: কেরিয়ারের শেষ ফরাসি ওপেনে খালি হাতেই ফিরলেন সানিয়া

একটা সময় ভারতের টেনিস প্রেমীদের হার্টথ্রব ছিলেন তিনি। অবশ্য শুধু ভারত নয়, রূপে-গুণে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকেই। কিন্তু অতীতের সেই সব সোনিলী দিনগুলিকে অনেকটা…

Sania Mirza French Open

একটা সময় ভারতের টেনিস প্রেমীদের হার্টথ্রব ছিলেন তিনি। অবশ্য শুধু ভারত নয়, রূপে-গুণে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকেই। কিন্তু অতীতের সেই সব সোনিলী দিনগুলিকে অনেকটা পিছনে ফেলে এসেছেন সানিয়া মির্জা (Sania Mirza)। টেনিস কোর্টের এখন নিজের ছায়াও হয়তো তাঁকে দেখে ভয় পায়!

এই অনুভূতিটা হয়তো নিজেও করেছেন সানিয়া। আর সেই জন্যই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম চলাকালীন তিনি ঘোষণা করেছিলেন, এই মরসুমেই শেষবার কোর্টে দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়া ওপেনে বিশেষ কিছুই করতে পারেননি। একই অবস্থা ফরাসি ওপেনেও। ব্যর্থতার বৃত্ত থেকে তাঁর যে আর বেরনো সম্ভব নয়, তা হয়তো বুঝে গিয়েছেন হায়দরাবাদের টেনিস সুন্দরী। চলতি ফরাসি ওপেনের মিক্সড ডাবলস থেকে বিদায় নিয়েছিলেন আগেই। এবার মহিলাদের ডাবলস থেকেও ছুটি হয়ে গেল তাঁর। মনে করা হচ্ছে, শেষ বারের মতো লাল সুরকির কোর্ট মাতালেন সানিয়া।

   

এদিন সানিয়া ও তাঁর চেক সঙ্গী লুসি রাদেকা স্ট্রেট সেটে হেরে যান আমেরিকার কোকো গফ ও জেসিকা পেগুলা জুটির কাছে। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৩। মহিলাদের ডাবলসে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আগে ইভান ডডিগকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসে নেমেছিলেন তিনি। কিন্তু সেখানেও টিকে উঠতে পারেননি সানিয়া।