Target Panchayat: চেয়ার ছেড়ে ময়দানে নামতে হবে, নেতাদের নির্দেশ পাঠালেন সেলিম-সূর্য

বিধানসভা নির্বাচনে বিধানসভায় শূন্য হয়ে গেছে সিপিআইএম (CPIM) । আবার পুরভোটে বিরোধী দল বিজেপির থেকে ভোটের নিরিখে এগিয়ে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে। এই অবস্থায়…

Left Front

বিধানসভা নির্বাচনে বিধানসভায় শূন্য হয়ে গেছে সিপিআইএম (CPIM) । আবার পুরভোটে বিরোধী দল বিজেপির থেকে ভোটের নিরিখে এগিয়ে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে। এই অবস্থায় আসন্ন পঞ্চায়েত ভোটের (panchayat polls) জন্য বামফ্রন্টের (Left Front ) নেতাদের মাঠে নেমে কাজের নির্দেশ দিল সিপিআইএম।

বিধানসভা ভোটের সময় গঠিত সংযুক্ত মোর্চা এখন অস্তিত্বহীন। কংগ্রেস এবং আইএসএফের সঙ্গ ছেড়েছে বামফ্রন্ট তথা সিপিআইএম। এখন বামফ্রন্ট তার পুরনো রূপে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে সরব হতে চাইছে। এই কর্মসূচিকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিল বামফ্রন্ট। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বামফ্রন্ট্রের বৃহত্তর মঞ্চের ডাকে কর্মসূচি হলো৷ কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে সমান্তরাল আক্রমণ শানাতে আগামী ২৫ মে থেকে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিআইএম সহ বাকি বাম দলগুলি।

বামফ্রন্ট জানাচ্ছে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে গণআন্দোলন হবে। অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্কুল সার্ভিস কমিশনের দূর্নীতি, নারী নির্যাতন সহ একাধিক দাবিতে আন্দোলন আরও জোরদার হবে।

সিপিআইএম নেতা ও দলটির প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, আমাদের বৃত্তটা আরও বড় করতে হবে। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দেশের আমজনতাকে চরম সংকটে পড়তে হয়েছে৷ সেখান থেকে নজর ঘোরাতে জ্ঞানবাপীর কথা বলা হচ্ছে। আসলে এরা জ্ঞানপাপী! মানুষের ঐক্য গড়তে নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি।

বাকি বাম শরিকদলগুলির বক্তব্য, বামফ্রন্টের ফাটল মানুষ মেনে নিচ্ছে না।প্রত্যেকটি দলকে একজোট হয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।