ছেলের জামিনের পরিবর্তে মহিলাকে দিয়ে গা টেপালেন থানার অফিসার

বিহারের (Bihar) সহর্ষ জেলার নৌহাট্টা থানায় এক মহিলা তাঁর ছেলের জামিনের জন্য দেখা করতে গিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে। ওই মহিলার ছেলেকে জামিনে মুক্ত করার…

police

বিহারের (Bihar) সহর্ষ জেলার নৌহাট্টা থানায় এক মহিলা তাঁর ছেলের জামিনের জন্য দেখা করতে গিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে। ওই মহিলার ছেলেকে জামিনে মুক্ত করার ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে রাজি হয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত অফিসার শশীভূষণ সিনহা। মহিলার ছেলেকে জামিন করে দেওয়ার শর্ত হিসেবে ওই অফিসের মহিলাকে দিয়ে তার শরীর ম্যাসাজ করিয়ে নেন শশীভূষণ।

ইতিমধ্যেই ওই মহিলার ম্যাসাজ করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে শশীভূষণকে।

   

কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে থানার চেয়ারে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে বসে রয়েছেন শশীভূষণ। এক মহিলা তাঁর শরীর ম্যাসাজ করে দিচ্ছেন। সে সময় এক আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলছিলেন ওই পুলিশ অফিসার। শশিভূষণ ফোনে এক আইনজীবীকে বলেন, আমি দুই মহিলাকে আপনার কাছে পাঠাচ্ছি। এরা খুবই গরিব। আমি এদের হাত দিয়ে খামে করে আপনার কাছে কিছু টাকা পাঠিয়ে দেব। ওই দুই মহিলা তাঁদের আধার কার্ড নিয়ে আপনার কাছে যাবেন। পাপ্পুবাবু আমি আপনাকে অনুরোধ করছি, এই মহিলার ছেলের জামিনের ব্যবস্থা করুন।

ফোনে ওই অফিসার যখন আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন সে সময় এক মহিলা তাঁর গা হাত পা ম্যাসাজ করছিলেন। অপর এক মহিলা পাশে বসেছিলেন। মনে করা হচ্ছে, ওই দুই মহিলাকেই আইনজীবীর কাছে পাঠানোর কথা বলছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার শশীভূষণ। এই ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিরোধীদল আরজেডি অভিযোগ করেছে, নীতীশ কুমারের বিহারে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।