Odisha: প্রবল গরমে পচন যাত্রীদের মৃতদেহে, করমণ্ডল-যশবন্তপুর দুটি ট্রেনে নিহত ২৮০ অধিক

ওড়িশার (Odisha) বালাসোরে তিনটি ট্রেনের সাথে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮০ জনেরও বেশি। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কমপক্ষে ৯০০ জন জখম। শুক্রবার রাতে বালাসোরের বহঙ্গা…

ওড়িশার (Odisha) বালাসোরে তিনটি ট্রেনের সাথে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮০ জনেরও বেশি। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কমপক্ষে ৯০০ জন জখম। শুক্রবার রাতে বালাসোরের বহঙ্গা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর সুপার ফাস্ট দুটি ট্রেনের বেলাইন হওয়া কামরা পরস্পরের উপরে উঠে যায়। একটি মালগাড়ির উপরেও ছিটকে পড়ে কয়েকটি বগি।

ওড়িশা ডিজিপি ফায়ার সার্ভিস সুধাংশু সারঙ্গি জানিয়েছেন। করমণ্ডলের মতো যশবন্তপুরের কামরা থেকেও মৃত যাত্রীদের দেহ বের করা হচ্ছে। যশবন্তপুর এক্সপ্রেসের উল্টে যাওয়া কোচে এখনও অনেক যাত্রী আটকে। সেনা জওয়ানরা মৃতদেহগুলিকে বের করার জন্য কাজ করছেন৷

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা বলেছেন, প্রায় ৯০০ জন আহত যাত্রীর চিকিৎসা চলছে বালাসোর, ময়ূরভঞ্জ, ভদ্রক, জাজপুর এবং কটক জেলার বিভিন্ন হাসপাতালে।

ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেনের দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলিতে মৃতদেহ ছড়িয়ে। অভিযোগ, সেই দেহগুলি মাড়িয়ে রক্ত মাংসের মাখামাখি হয়েই চলছে লুঠ! অসহায় যাত্রী যারা জখম হয়ে পড়ে আছেন তাদের অভিযোগ, চোখের সামনে চলছে উদ্ধার করতে আসার নামে স্থানীয়দের লুঠতরাজ। জখম যাত্রীদের বাধা দেওয়ারও ক্ষমতা নেই। তবে কিছু এলাকাবাসী আসলেই উদ্ধারে নেমেছেন এমন দৃশ্যও ধরা পড়েছে।