ভারতীয় পড়ুয়াদের ফের ভিসা দেওয়ার সিদ্ধান্ত জানাল বেজিং

 নড়েচড়ে বসল চিন। কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী সরকার চিনা নাগরিকদের পর্যটক ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মোদী সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই কার্যত ডিগবাজি খেল…

 নড়েচড়ে বসল চিন। কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী সরকার চিনা নাগরিকদের পর্যটক ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মোদী সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই কার্যত ডিগবাজি খেল বেজিং। দীর্ঘ দুই বছর পরে জিনপিং সরকার জানিয়েছে, তারা ভারতীয় পড়ুয়াদের ভিসা মঞ্জুর করবে।

করোনার কারণে এইসব পড়ুয়ারা একসময় চিন থেকে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছিল। নতুন করে ভিসা না দেওয়ায় তারা আর চিনে ফিরতে পারছিলেন না। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান ভারতীয় পড়ুয়াদের ভিসা কথা জানিয়েছেন। শুক্রবার লিঝিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা সর্বদাই ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে মনে করি। তাই ভারতীয় পড়ুয়া-সহ সেদেশের অন্য নাগরিকদেরও যথেষ্ট সম্মান করি। করোনার কারণে বহু ভারতীয় নাগরিক চিন থেকে নিজের দেশে ফিরে গিয়েছিলেন। তাদের ফিরিয়ে নিয়ে আসার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই সরকার আলোচনা করছিল।

   

তিনি বলেন, ভারতের সঙ্গে এ ব্যাপারে আমাদের কথা হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক। তাই যে সমস্ত ভারতীয় পড়ুয়া ফিরে গিয়েছিল তাদের চিনে ফেরার জন্য আমরা ভিসা মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু ভারত নয়, অন্যান্য যে সমস্ত দেশের পড়ুয়ারা চিনে পড়তে এসে ফিরে গিয়েছিল তাদেরও ভিসা দেওয়া হবে। যে সমস্ত ভারতীয় পড়ুয়া ফিরে আসতে আগ্রহী আমরা তাদের নামের তালিকা ভারতের কাছে চেয়ে পাঠিয়েছি।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ২০২০ সালের প্রথমেই চিন থেকে ২৩ হাজারের বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছিল। এই পড়ুয়াদের অধিকাংশই ডাক্তারি পাঠরত ছাত্র। পরবর্তী ক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি হলেও চিন ভিসা মঞ্জুর না করায় তারা আর সে দেশে ফিরতে পারেনি। ভারতের তরফে একাধিকবার বেজিংয়ের কাছে ভিসা দেওয়ার অনুরোধ করা হলেও জিনপিং সরকার বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছিল না। কিন্তু ভারত সরকার পাল্টা চাপ দিতেই চিন তাদের অবস্থান পাল্টে ফেলল।

সম্প্রতি ভারত সরকার চিনা নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল জিনপিং সরকার।