UP Election 2022: দুই দফার নির্বাচনেই আমরা সেঞ্চুরি হাঁকিয়েছি, দাবি অখিলেশের

রবিবার তৃতীয় দফায় উত্তরপ্রদেশে ৫৯টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়। তৃতীয় দফা নির্বাচনের মাঝেই আত্মবিশ্বাসের সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)…

Akhilesh Yadav

রবিবার তৃতীয় দফায় উত্তরপ্রদেশে ৫৯টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়। তৃতীয় দফা নির্বাচনের মাঝেই আত্মবিশ্বাসের সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) বললেন, প্রথম দু’দফার ভোটেই তাঁর দল আসন প্রাপ্তিতে সেঞ্চুরি হাঁকিয়েছে। পরের দুই দফা ভোটের পর তাঁর দল অন্য দলকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে যাবে।

রবিবার রাজ্যের ১৬ টি জেলায় যে ৫৯টি আসনে ভোটগ্রহণ হল তার মধ্যে ২০১৭ সালের নির্বাচন মাত্র ৯টি আসনে জিতেছিল সপা। অধিকাংশ আসন গিয়েছিল বিজেপির ঝুলিতে। কিন্তু এদিন আত্মবিশ্বাসী অখিলেশ জানালেন, চলতি বিধানসভা ভোটে ৫৯ টি আসনের বেশিরভাগই পাবে তাঁর দল। কেন তিনি এই আশা করছেন তার ব্যাখ্যাও দিয়েছেন অখিলেশ। তিনি বলেছেন, এই অঞ্চলে সবথেকে বেশি বেকার আছে। লকডাউনের সময় বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা এবং যন্ত্রণাক্লিষ্ট শ্রমিকদের বেশিরভাগই এখানকার। এই সমস্ত শ্রমিকদের কথা, বেকার যুবকদের কথা একবারও ভাবেনি বিজেপি। তাই এবার তারা সকলেই বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

একইসঙ্গে অখিলেশ অভিযোগ করেছেন, বুন্দেলখন্ডের উন্নয়নে কিছুই করেনি যোগী সরকার। বরং এই এলাকাকে পিছিয়ে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনে ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সর্বত্রই অনুন্নয়নের ছায়া প্রকট। বিজেপির ভোট চাওয়ার মত কোন মুখ নেই। সে কারণেই এবার বিজেপিকে গর্তে ঢুকিয়ে দেবে মানুষ।

উত্তরপ্রদেশের চলতি নির্বাচনে কোন দল শেষ হাসি হাসবে ১০ মার্চ সেটা স্পষ্ট হবে। কিন্তু এরই মধ্যে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে, বিজেপি শিবিরকে এবার এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন অখিলেশ ও তাঁর দল সপা। পশ্চিম উত্তরপ্রদেশেই কৃষক আন্দোলন সবচেয়ে বেশি দানা বেঁধেছিল। সেখানে বিজেপির অবস্থা খুবই করুণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

২০২৪ লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ক্ষমতা ধরে রাখতে মেরুকরণকেই শেষ ভরসা হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে ছোট-বড় সব বিজেপি নেতাই সাম্প্রদায়িকতার তাস খেলছেন।