Beef mixed samosas: সিঙাড়ার পুরে গরুর মাংস! না জানিয়েই বিক্রি করে গ্রেফতার বিক্রেতা

শিরোনাম পড়ে অবাক হলেন? এমনটাই নাকি ঘটেছে! গ্রাহকদের না জানিয়েই সিঙাড়ার পুরে গরুর মাংস মিশিয়ে দেদার বিক্রি করলেন দোকানদার, এমনই অভিযোগ উঠেছে গুজরাটের ভাদোদরায়। অভিযোগের…

beef samosa in gujarat

শিরোনাম পড়ে অবাক হলেন? এমনটাই নাকি ঘটেছে! গ্রাহকদের না জানিয়েই সিঙাড়ার পুরে গরুর মাংস মিশিয়ে দেদার বিক্রি করলেন দোকানদার, এমনই অভিযোগ উঠেছে গুজরাটের ভাদোদরায়। অভিযোগের ভিত্তিতে সোমবার দোকান মালিককে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভাদোদরার পানিগেট এলাকার হুসেইনি সামোসা সেন্টারে হানা দেয় এবং সেখান থেকে প্রায় ১১৩ কেজি মাংস বাজেয়াপ্ত করে। এটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। দোকান মালিক ইউসুফ শেখ এবং নঈম শেখকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হয়েছে দোকানের চার কর্মীও।

জিজ্ঞাসাবাদের সময় দোকান মালিক জানায়, এই গরুর মাংস তাদের দিত ইমরান কুরেশি নামের এক ব্যক্তি। তাদের বয়ানের ভিত্তিতে পুলিশ ইমরানকও গ্রেফতার করে। ভাদোদরার ডেপুটি কমিশনার অব পুলিশ পান্না মোমায়া জানান, খবর পেয়ে হানা দিয়ে ৬১ কেজি সামোসা, ১১৩ কেজি গরুর মাংস, ১৫২ কেজি সামোসার উপকরণ বাজেয়াপ্ত করা গিয়েছে।

উল্লেখ্য, গুজরাট প্রাণী সংরক্ষণ আইন ২০১৭ অনুযায়ী গোহত্যা প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের পাশপাশি ১ থেকে ৫ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে।