ISL: শীর্ষস্থান মজবুত করল মুম্বাই, চাপ বাড়ল বাগানের

সোমবার মুম্বাই এরিনাতে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে অতি সহজেই সেই ম্যাচ জিতে নিয়েছে…

Mumbai City FC were in fine form in their final home game of the ISL League Stage,

সোমবার মুম্বাই এরিনাতে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে অতি সহজেই সেই ম্যাচ জিতে নিয়েছে আইএসএল (ISL) জয়ী ফুটবল দল। গোল পেয়েছেন পেরেইরা দিয়াজ এবং ভারতীয় তারকা লালরিয়ানজুয়ালা ছাংতে। ওডিশা এফসির জার্সিতে দিয়াগো মরিসিও একটি গোল পেলেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।‌ এই ম্যাচে জয় আসার ফলে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থান মজবুত করল গতবারের শিল্ড জয়ীরা। হাতে তাদের আর একটি ম্যাচ। আগামী ১৫ই এপ্রিল তাদের খেলতে হবে বাগানের বিরুদ্ধে।

তবে তার আগে ওড়িশার এই পরাজয়ের ফলে কিছুটা হলেও চাপে পড়ে গেল মোহনবাগান। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড ঘরে তুলতে হলে আসন্ন দুইটি ম্যাচেই জয় পেতে হবে তাদের। বর্তমানে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করলে ৪৫ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে থাকবে পালতোলা নৌকা ব্রিগেড। না হলে শেষ ম্যাচের আগেই পিছিয়ে যাবে দল। সেজন্য এখন বেঙ্গালুরু বধ করাই অন্যতম লক্ষ্য শুভাশিসদের। বর্তমানে এই ম্যাচের দিকেই তাকিয়ে বাগান সমর্থকরা। ‌

তারপর আগামী ১৫ ই এপ্রিল নিজেদের ঘরের মাঠে লিগের শেষ ম্যাচ খেলবে মোহনবাগান। বেঙ্গালুরু ম্যাচের পাশাপাশি এই ম্যাচে জয় পেলে অনায়াসেই লিগশিল্ড চলে আসবে মেরিনার্সদের হাতে। গত মরশুমে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এই খেতাব। সেই হতাশা ভুলে এবার নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিল্ড ঘরে তুলতে মরিয়া বাগান ব্রিগেড।