Mumbai City FC: শিল্ড জয়ের আরও কাছে, ওডিশার বিপক্ষে সহজ জয় মুম্বাইয়ের

গত আইএসএলের পর এই ফুটবল মরশুমে ও অনবদ্য ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ‌ শুরুতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে থেকেছে…

Mumbai City FC

গত আইএসএলের পর এই ফুটবল মরশুমে ও অনবদ্য ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ‌ শুরুতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে থেকেছে রনবীর কাপুরের দল।‌ মাঝে বদল করা হয় দলের কোচ। বাকিংহ্যামের পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির হাতে। সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো ছন্দে ফিরেছে মুম্বাই।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমের মত এবারও টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের দৌড়ে টিকে রয়েছে মুম্বাই সিটি। তবে তারা একা নয়। ‌ এবারে লিখে তার জয়ের ক্ষেত্রে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস।

এছাড়াও এই লড়াইয়ে রয়েছে মানালো মার্কেজের এফসি গোয়া। তবে পয়েন্টের ভিত্তিতে মুম্বাইকে টেক্কা দেওয়া এখন অনেকটাই মুশকিল বাকিদের কাছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল রাহুলরা। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল দল। দলের হয়ে গোল করেছেন জর্জ পেরেইরা দিয়াজ এবং ভারতীয় তারকা লালরিয়ানজুয়ালা ছাংতে। অন্যদিকে, ওডিশা এফসির হয়ে একটি মাত্র গোল করেন দিয়াগো মরিসিও।

আজকেরই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থানে থাকল গতবারের শিল্ড জয়ীরা। হাতে তাদের আর একটি ম্যাচ। আগামী ১৫ই এপ্রিল তাদের খেলতে হবে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে সকলে।