PSG র কোচ জিদান? জানুন সত্যিটা কী

বেশ কয়েকদিন ধরেই ফুটবল বিশ্ব তোলপাড় এই খবরে। গুঞ্জন ছড়িয়েছিল, ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান দায়িত্ব নিতে চলেছেন মেসি, নেইমার, এমবাপ্পেদের। মাউরিসিও পচেত্তিনোর পরিবর্তে জিজুকেই আগামী…

Messi PSG

বেশ কয়েকদিন ধরেই ফুটবল বিশ্ব তোলপাড় এই খবরে। গুঞ্জন ছড়িয়েছিল, ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান দায়িত্ব নিতে চলেছেন মেসি, নেইমার, এমবাপ্পেদের। মাউরিসিও পচেত্তিনোর পরিবর্তে জিজুকেই আগামী মরসুমে দেখা যাবে পিএসজির (PSG) কোচ হিসাবে, এরকম সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই আগুনে ঘি পড়ে যখন সম্প্রতি জিদান কাতারে যায়।

পিএসজির মালিক হলেন কাতারের আমির শেখ তামিম। তাই ফুটবল বিশ্ব প্রায় নিশ্চিত হয়েছিল গিয়েছিল, পিএসজির মালিকের সঙ্গে কথাবার্ত পাকা করতেই কাতার সফরে গিয়েছেন এই হাইভোল্টেজ কোচ। কিন্তু তার দু’দিনের মধ্যেই পিএসজি সমর্থকদের হতাশ হতে হল। এসব খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন জিদানের এজেন্ট অ্যালান মিগলিয়াসিও। তিনি জানিয়েছেন, পিএসজির কারও সঙ্গেই কোনও কথা হয়নি তাদের।

গত ৩০ বছর ধরে জিদানের পরামর্শকের দায়িত্বও পালন করা অ্যালান বলেছেন, ‘যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সবগুলোই ভিত্তিহীন। এখনও পর্যন্ত আমিই জিদানের একমাত্র প্রতিনিধি এবং আমি বা জিদান- কারও সঙ্গে পিএসজি মালিকের সরাসরি যোগাযোগ হয়নি।’ শুধু তাই নয়, জিদানের কাতার সফর নিয়ে পিএসজির মালিক তথা কাতার আমিরের কোনও আগ্রহ আদৌ আছে কি না তা নিয়েও, সংশয় প্রকাশ করেছেন অ্যালান। তিনি সোজাসাপটাই জানিয়েছেন, শেখ তামিম নিশ্চিতভাবেই সোশ্যাল মিডিয়া ও মিডিয়া দেখে কোনও সিদ্ধান্ত নেবেন না।

অ্যালানের বক্তব্য, ‘আমার তো স্পষ্ট সংশয় আছে। নিশ্চিতভাবেই কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম দেখে নিজের কার্যক্রম সম্পন্ন করেন না বা ভবিষ্যতের সিদ্ধান্ত নেন না। আমি জানি না তিনি আদৌ জিদানের কাতার সফর নিয়ে আগ্রহী কি না।’