J&K: কাশ্মীরে এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হিজবুল জঙ্গি

আবারও একবার জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দিল নিরাপত্তারক্ষীরা। কাশ্মীর উপত্যকায় শনিবার নিরাওত্তারক্ষীদের গুলিতে নিকেশ হল এক হিজবুল জঙ্গি বলে খবর। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী…

Encounter ,  terrorists,security forces, Sidhra, Jammu ,Kashmir, Jammu and Kashmir

আবারও একবার জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দিল নিরাপত্তারক্ষীরা। কাশ্মীর উপত্যকায় শনিবার নিরাওত্তারক্ষীদের গুলিতে নিকেশ হল এক হিজবুল জঙ্গি বলে খবর।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে। গতকাল গভীর রাত থেকে কুলগামের খান্ডিপোরা এলাকায় এনকাউন্টার চলছে। জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে রয়েছে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী যখন এলাকাটি ঘিরে ফেলছে তখন এনকাউন্টার শুরু হয়। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গি হিজবুল মুজাহিদিনের বলে জানা গিয়েছে। ওই এলাকার অন্যান্য জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

এক সেনা আধিকারিক জানান, তিনি বলেন, দক্ষিণ কাশ্মীর জেলার খান্ডিপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ যখন কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করে তখন এই এনকাউন্টারটি সংঘটিত হয়। তিনি বলেন, লুকিয়ে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর পর তল্লাশি অভিযানটি এনকাউন্টারে পরিণত হয়।

 

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১০ জুন সেনার সঙ্গে যৌথ অভিযানে বারামুলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দুই সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আপত্তিকর সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ, ২টি চাইনিজ পিস্তল, ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।