HomeBharatমোদীকে জড়িয়ে পুতিন! সহ্য করতে না পেরে এবার কড়া তোপ ইউক্রেনের জেলেনস্কির

মোদীকে জড়িয়ে পুতিন! সহ্য করতে না পেরে এবার কড়া তোপ ইউক্রেনের জেলেনস্কির

- Advertisement -

দুনিয়ার নজরে প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফর। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার মস্কো সফরে নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট পুতিন সাদরে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। নৈশভোজে পুতিন-মোদী নানা বিষয়ে কথা বলেছেন। ইউক্রেনে আক্রমণ থামাতে আবেদন জানিয়েছেন। এসবের মধ্য়েই একে অন্যকে জড়িয়ে ধরেছেন। দুই রাষ্ট্রনেতার এই হৃদ্যতা দেখেই তোপ দাগেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা দুনিয়ার সবচেয়ে ‘নৃশংস খুনি’কে জড়িয়ে ধরেছেন- এ দৃশ্য খুবই হতাশাজনক।

জেলেনস্কির প্রতিক্রিয়া:

   

এক্স হ্যান্ডেলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, ‘শান্তিস্থাপনের প্রক্রিয়া চলছে, তার মধ্যেই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা জড়িয়ে ধরেছেন বিশ্বের সবচেয়ে নৃশংস খুনিকে। আমাদের শিশু হাসপাতালে রুশ মিসাইল হামলার দিনই এমন আচরণ বিশ্বশান্তির পক্ষে অত্যন্ত হতাশাজনক।’

এ দিকে পুতিনের দেওয়া নৈশভোজে মোদী যখন ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের আর্জি জানাচ্ছেন, সোমবার সেই সময়ই ইউক্রেনের একটি শিশু হাসপাতালে মিসাইল হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এই হামলার কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনের সর্ববৃহৎ শিশু হাসপাতালে রুশ হামলায় ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বহু শিশু।

নৈশভোজেই বড় ‘খেলা’ মোদীর, প্রেসিডেন্ট পুতিনকে চমকে সরাসরি করলেন বিরাট আবেদন

এ দিকে মোদী নৈশভোজে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন করেছেন যে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের প্রেক্ষাপটে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সহ রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করে ভারত। যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান মেলে না। প্রয়োজন আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা।

উল্লেখ্য, গত মাসেই জি-৭ সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আগামীদিনে দিল্লির সঙ্গে কিয়েভের সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের পর দিল্লি-কিয়েভ সম্পর্ক আর মজবুত থাকে কিনা সেদিকেই এখন নজর থাকবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular