Presidential Election: মমতার বিরোধী জোট বৈঠকে ফাটল ধরছে, নীরবে দূরত্ব উদ্ভবের

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী জোটের প্রার্থীর জন্য ঐকমত্য হতে ১৫ জুন দিল্লিতে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অনুপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব…

Presidential Election: মমতার বিরোধী জোট বৈঠকে ফাটল ধরছে, নীরবে দূরত্ব উদ্ভবের

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী জোটের প্রার্থীর জন্য ঐকমত্য হতে ১৫ জুন দিল্লিতে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অনুপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। বৈঠক বয়কট করবে শিবসেনা? জল্পনা রাজনৈতিক মহলে।

বিরোধীরা একট্টা হলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। এই লক্ষ্যে।দিল্লিতে ৮ অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছাড়াও ২২ টি বিরোধী দলনেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরিকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মমতা চিঠি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়ক, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচডি কুমারস্বামী, কে চন্দ্রশেখর রাও, এমকে স্ট্যালিন, ভগবন্ত মান, অশোক গেহলোট, ভুপেশ বাঘেলদের।

চিঠিতে স্পষ্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, বিজেপি ইডি, সিবিআইকে ব্যবহার করে বিরোধী শক্তিকে কন্ঠরোধ করার চেষ্টা করছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের একজোট হওয়ার সময় এসে গেছে। কিন্তু এই চিঠির পরেন উদ্ভব ঠাকরের অনুপস্থিতির সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

Advertisements

মহারাষ্ট্র সরকার জানাচ্ছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার কারণে ওই দিনের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না উদ্ভব ঠাকরে। শিবসেনার তরফে অন্য কেউ উপস্থিত থাকবেন কিনা তাও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে বিরোধী জোট প্রার্থীর প্রতি সমর্থন থাকবে বলেই জানায় শিবসেনা।

রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণার সঙ্গেই তোরজোড় শুরু হয়েছে বিরোধী শিবিরেও। এনডিএর থেকে সংখ্যায় কম হলেও শাসক শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে একজোট হওয়ার ডাক দেওয়া হয়েছে। সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো।