Howrah Violence: হাওড়া ঢুকতে আদালতে শুভেন্দু,  রাষ্ট্রপতি শাসনের দাবিতে অনড়

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদের সমালোচনা করায় হিংসাত্মক পরিস্থিতি তৈরি দেশের বিভিন্ন স্থানে। হাওড়ার বিভিন্ন অংশে একই পরিস্থিতি। এই অবস্থায় হাওড়ায় ঢুকতে…

howrah violence Suvndu adhikari Said he will move court to enter howrah

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদের সমালোচনা করায় হিংসাত্মক পরিস্থিতি তৈরি দেশের বিভিন্ন স্থানে। হাওড়ার বিভিন্ন অংশে একই পরিস্থিতি। এই অবস্থায় হাওড়ায় ঢুকতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিককারীকে আটকে দেয় পুলিশ। তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতে যাবেন সোমবার।

হাওড়া জেলার একাধিক পার্টি অফিস ভাঙচুর হয়। ক্ষতিগ্রস্ত পার্টি অফিস পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু রবিবার পূর্ব মেদিনীপুরের রাধামণি মোড়ে তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। দীর্ঘ সময় ধরে আটকে থাকার পর  কলকাতায় সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির ধর্নাস্থলে উপস্থিত হন তিনি। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু।

   

শুভেন্দু অধিকারী বলেন, আদালতে যাব। আগামীকাল আমার আইনজীবী আদালতে যাবে। কেন হাওড়া গ্রামীণ এলাকা থেকে বহু দূরে পূর্ব মেদিনীপুরের রাধামণীপুর মোড়ে অশোক দিন্দার বাড়ির সামনে আমাকে আটকে দেওয়া হলো। আমি কখনও দেখিনি রাজ্যের বিরোধী দলনেতাকে এভাবে আটকে রাখা হয়েছে। আমি নিজেকে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসুর সঙ্গে তুলনা করছি না। এমনকি বাম আমলেও এই ঘটনা পার্থ চট্টোপাধ্যায় এবং পঙ্কজ মুখ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থাকাকালীন হয়নি। আজ যেটা হলো।

শুভেন্দু জানান, হাওড়ায় গিয়ে পার্টি অফিস মেরামতের কাজ শুরু করবেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে শুভেন্দু অধিকারী বলেন, বাংলার সকলের দাবিই তাই।

হাওড়ার অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হাতজোড় করে বলেছেন থামো থামো। এ কী মুখ্যমন্ত্রী? আর যোগী আদিত্যনাথ এমন দিয়েছে, দেখেছেন তো আপনারা। এই সময়ে আমলাদের হাতে শাসন ছেড়ে দিক আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুক।

তিনি বলেন বাম আমলে রিজওয়ানুর খুনের সময় আধঘণ্টার মধ্যে মুখ্যসচিব সেনা মোতায়েন করেছিলেন। দার্জিলিংয়ে ক্যাবিনেট মিটিংয়ে বিমল গুরুং মন্ত্রীদের কলার ধরে তুলেছিল। ৬ ঘণ্টার মধ্যে সিআরপিএফ দিয়ে দার্জিলিংকে ঠান্ডা করে দেওয়া হয়েছিল। এসব রাজনীতির উপরে উঠে করতে হয়। এটাই আমাদের মুখ্যমন্ত্রী করতে পারলেন না।