কার সঙ্গে লণ্ডনে ছুটি কাটাচ্ছেন অজয় কন্যা?

ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন বলিউড অভিনেতা অজয় দেবগণের মেয়ে নাইসা দেবগণ। ভাইরাল হওয়া ছবিতে তাকে এক পুরুষের সঙ্গে মজা করতে দেখা যায় ।…

কার সঙ্গে লণ্ডনে ছুটি কাটাচ্ছেন অজয় কন্যা?

ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন বলিউড অভিনেতা অজয় দেবগণের মেয়ে নাইসা দেবগণ। ভাইরাল হওয়া ছবিতে তাকে এক পুরুষের সঙ্গে মজা করতে দেখা যায় ।

ছবিতে ওই ব্যক্তির সঙ্গে নাইসা দেবগনকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, চলচ্চিত্র নির্মাতা দানিশ গান্ধী। ড্যানিশ গান্ধীই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাইসা দেবগণের ছবি শেয়ার করেছেন। লন্ডনের আবহাওয়া উপভোগ করতে গিয়ে দুজনকেই ছবিতে একটি গাছের নিচে বসে থাকতে দেখা যায়। নাইসা দেবগণ এই ছবিতে একটি আরামদায়ক টি-শার্ট এবং ট্রাউজারের সঙ্গে সাদা স্নিকার্স পরেছেন। একই সঙ্গে নাইসা দেবগণের হাস্যকর হাসি এই ছবির ঔজ্জ্বল্যকে আরও বাড়িয়ে তুলছে। তাই একই সঙ্গে ট্রাউজার ও টি-শার্টেও ড্যানিশকে অসাধারণ দেখাচ্ছে।

   

দানিশ গান্ধী যখনই নাইসা দেবগণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তখনই । দানিশ এবং নাইসার মধ্যে সম্পর্ক কী তা নিয়ে কৌতূহলী সকলেই। উল্লেখ্য, দানিশ গান্ধী নাইসা দেবগনের কাকার ছেলে। আসলে দানিশ হলেন অজয় দেবগণের বোন নীলম দেবগনের আদরের ও অজয়ের ভাইপো। শুধু তাই নয়, অজয় দেবগণের সুপারহিট ছবি তানহা জি-তে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন দানিশ।