IED Blast: জম্মুর আখনুরে আইইডি বিস্ফোরণে নিহত ২ জওয়ান

জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে…

Indian Army

জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে।

মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে কাঁটাতার বরাবর টহল দেওয়ার সময়ে বিরাট আইইডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুই সেনা জওয়ান নিহত হয়েছেন। সেনাবাহিনীর জানিয়েছে, কাঁটাতার বরাবর টহল চলাকালীন (fence patrolling) আখনুর সেক্টরের লালালিতে একটি সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং এর ফলে দুই জওয়ানের মৃত্যু হয়েছে।

   

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের সেনারা এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং তল্লাশি অভিযান চলছে। হোয়াইট নাইট কর্পস দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি স্যালুট এবং শ্রদ্ধা জানাচ্ছে।”

সেনার তরফে জানানো হয় যে কাশ্মীরের আখনুর সেক্টরে জঙ্গি দমন অভিযানে আইইডি বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। জানা গিয়েছে আইইডি বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই জঙ্গি ও বিস্ফোরকের খোঁজে এলাকায় চলছে সেনার তল্লাশি অভিযান।

আইইডি বিস্ফোরণ ছাড়াও আজ জম্মুর আখনুর সেক্টরে একটি মর্টার শেল পাওয়া যায়। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড নিষ্ক্রিয় করে। একজন পুলিশ আধিকারিক জানান, স্থানীয় লোকজন নামান্দের গ্রামের কাছে প্রতাপ খালে একটি মর্টার শেল দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দল। এর পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ডাকা হয়, যারা মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।