Tripura Election 2023: ত্রিপুরার মন্ত্রীর বার্তায় ‘হতাশা’, বিজেপি কত পাবে জানালেন CPIM রাজ্য সম্পাদক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, ত্রিপুরায় (Tripura Election 2023) দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার ধরে রাখছে (BJP) বিজেপি।

CPIM state secretary Jitendra Chowdhury

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, ত্রিপুরায় (Tripura Election 2023) দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার ধরে রাখছে (BJP) বিজেপি। এদিকে নির্বাচন পরবর্তী বিশ্লেষণগুলিতে উঠে আসছে এ রাজ্যে শাসক বিজেপিকে কড়া টক্কর দিয়েছে বাম-কংগ্রেস। উপজাতি দল তিপ্রা মথার বড়সড় উত্থান হতে পারে বলে ইঙ্গিত।

ভোট পরবর্তী হিংসায় সরগরম ত্রিপুরায় পরবর্তী সরকার কার, এই প্রশ্ন উঠছে। মঙ্গলবার বিরোধী দল সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর (Jitendra Chowdhury) দাবি, ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে গেছে শাসক দল বিজেপি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সাংবাদিক বৈঠকে জীতেন্দ্র চৌধুরী বলেন, সিঙ্গেল ডিজিটে নেমে আসবে বিজেপি। তারা পাঁচটি আসন পাবে কিনা নিজেরাই নিশ্চিত নয়। জীতেন্দ্রর দাবির পর আগরতলার রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। তবে একই দাবি করেছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ।

এদিকে শাসক বিজেপির দাবি, তারা গরিষ্ঠতা নিয়েই সরকারে আসছে। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যরা একসুরে বলেছেন, সরকার গড়বে বিজেপি। তবে তাঁদের দাবি ধাক্কা খেয়েছে রাজ্যের কারা মন্ত্রী রামপ্রসাদ পালের একটি ভিডিও বার্তায়। তিনি রাজ্য থেকে সস্ত্রীক পালাচ্ছেন এমন সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, রাজ্যবাসী যদি আমাদের বিরোধী আসনে বসায় তাহলে সেই রায় মেনে নিয়েই কাজ করতে হবে। মন্ত্রীর এই মন্তব্যে বিজেপি সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ২ মার্চ। এদিকে সোশ্যাল মিডিয়া সহ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, শাসক দলের হাজার হাজার সমর্থক রাজ্য ছেড়ে বাংলাদেশে ঢুকতে মরিয়া। অভিযোগ, বিজেপি আশ্রিত বাইক বাহিনীর যুবকরা ভোটের দিন ভোট লুঠ করার প্রবল চেষ্টা করে। তারাই এখন বাংলাদেশ, অসমে চলে যাচ্ছে। আগরতলা থেকে কলকাতা সহ বিভিন্ন গন্তব্যের বিমানের টিকিটে আকাল পড়েছে। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি বিমান টিকিট। ওই টিকিটে লেখা নাম দেখে রটে যায় ২ মার্চ ফল ঘোষনার দিন মন্ত্রী রামপ্রসাদ পাল কলকাতা পালাচ্ছেন। পরে মন্ত্রী জানান সবই ভুয়ো প্রচার। তিনি যে কোনওরকম ফল মেনে নিতে রাজি আছেন বলে দাবি করেছেন।