Tripura Election 2023: রাজার হামলায় এক ডজনের বেশি আসন হারল সিপিআইএম

ত্রিপুরায় ফলাফলে (Tripura Election 2023) স্পষ্ট এ রাজ্যে ফের বিজেপিরই সরকার। বিশ্লেষকরা দেখছেন, অন্তত এক ডজনের বেশি নিশ্চিত আসনে বাম শিবির হেরেছে রাজা প্রদ্যোতের দল তিপ্রা মথার ভোট কাটাকাটির জন্য।

pradyot bikram manikya

ত্রিপুরায় ফলাফলে (Tripura Election 2023) স্পষ্ট এ রাজ্যে ফের বিজেপিরই সরকার। বিশ্লেষকরা দেখছেন, অন্তত এক ডজনের বেশি নিশ্চিত আসনে বাম শিবির হেরেছে রাজা প্রদ্যোতের দল তিপ্রা মথার ভোট কাটাকাটির জন্য। আসনগুলিতে বিজেপি জয়ী হয়েছে। বিশ্লেষকরা বলছেন,বাম শিবির ও মথার রফা হলে ত্রিপুরায় বিজেপির সরকার আর হত না। তবে মথা ভোট কেটে বিজেপির জয় মসৃন করেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কমপক্ষে ১৫টি আসনে তিপ্রা মথার হামলায় বাম শিবির তছনছ। এমনকি মথার প্রার্থীরা নিজেরাও জেতেনি। তবে তারা ভোট কেটে নেওয়ায় বিজেপির জয় হয়েছে নিশ্চিত। সেই সুবাদে টানা দ্বিতীয়বার সরকারে বিজেপি।যদিও মথা প্রধান রাজা প্রদ্যোত কোনও প্রার্থী দেননি সিপিআইএম রাজ্য্ সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। তিনি বামফ্রন্টের সাথে সার্বিক জোট চেয়েছিলেন। তবে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে অনড় থাকায় সিপিআইএম এই জোটে আসেনি।

ভোটের আগে রাজা প্রদ্যোত ও বামফ্রন্টের মধ্যে বারবার আলোচনা হয়েছিল। রাজার তরফে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীকে সাব্রুম কেন্দ্রে আগাম জয়ের শুভেচ্ছা জানানো হয়। তবে সার্বিক জোট না হওয়ায় এক ডজনের বেশি আসনে বাম প্রার্থীদের ভোট কেটেছেন রাজা প্রদ্যোত। জানা যাচ্ছে তিনি এবার শর্ত সাপেক্ষে বিজেপিকে সমর্খন দিতে চান। তবে ভোটের ফলে স্পষ্ট বিজেপি একাই সরকার গড়ছে ত্রিপুরায়।