Tripura Election 2023: ভোটের পর চরম অব্যবস্থা ত্রিপুরায়, পালিয়েছে সরকারের হাতি

শিকল ছিঁড়ে পালিয়েছে সরকারি হাতি। সেই হাতির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন বনদফতরের (Teliamura Forest tripura) কর্মীরা। হাতির দেখা নেই রে হাতির দেখা নেই!

Teliamura Forest tripura

শিকল ছিঁড়ে পালিয়েছে সরকারি হাতি। সেই হাতির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন বনদফতরের (Teliamura Forest tripura) কর্মীরা। হাতির দেখা নেই রে হাতির দেখা নেই! ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Election 2023) হওয়ার পর ফল ঘোষণা বাকি। এর মাঝে রাজ্যে চরম অব্যবস্থা তৈরি হয়েছে। সরকারি হাসপাতালে তীব্র জলসংকট, চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়ার মুখে। ভাঙা রাস্তার উপরেই সন্তান প্রসবের বিতর্ক চলেছে। এবার নতুন সংযোজন সরকারের হাতি শিকল ছিঁড়ে পালিয়ে যাওয়ার ইস্যু।

পশ্চিম ত্রিপুরা জেলার তেলিয়ামুড়া মহকুমার অধীন ত্রিপুরা রাজ্য বনদফতরের মুঙ্গিয়াকমী হাতি ক্যাম্প। ওই ক্যাম্পে চারটি হাতি রাখা ছিল। বৃহস্পতিবার মুঙ্গিয়াকামীর হাতি ক্যাম্প থেকে একটি হাতি পালায় এর পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, প্রথম দিকে হাতি পালানোর বিষয়টি নিয়ে গড়িমসি দেখানো হয়। সেই কারণে পালিয়ে যাওয়া হাতির খোঁজ শুরু হতে দেরি হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

টানা ৪৮ ঘণ্টা পলাতক সরকারের হাতি। এদিকে হাতির খোঁজে নেমেছে বনকর্মীরা। তেলিয়ামুড়া ও গোমতী অভয়ারণ্যের বিশাল বনভূমির মাঝে কোথায় সেই হাতি ঢুকে আছে তা জানতে চেষ্টা চলছে। এই এলাকা বুনো হাতির করিডর। ফলে পলাতক সরকারি হাতি কি বুনো হাতির সাথে চলে যাওয়া বা

তাদের হামলার শিকার হবার সম্ভাবনা বাড়ছে। বিশেষ়জ্ঞরা বলছেন, কোনওকারণে হাতি জখম হলে তার আচরন ভয়াবহ হতে পারে।
হাতি ক্যাম্প থেকে হাতির পালনোর পর মু়ঙ্গিয়াকমী সংলগ্ন এলাকায় আতঙ্ক। হাতি লোকালয়ে ঢুকতে পারে এমন সতর্কতা জারি করেছে বন দফতর।