Kiyan Nassiri: গত ডার্বির ‘হ্যাটট্রিক বয়’ কিয়ানের দিকে তাকিয়ে সবুজ-মেরুন

২৯ জানুয়ারি, ২০২২। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। পরিচয়ে তিনি লাল-হলুদের প্রাক্তন তারকা জামিদ নাসিরির ছেলে।

kiyan nassiri

২৯ জানুয়ারি, ২০২২। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। পরিচয়ে তিনি লাল-হলুদের প্রাক্তন তারকা জামিদ নাসিরির ছেলে। বাবার প্রাক্তন দলের বিরুদ্ধে হ্যাটট্রিক গোল করে নজির গড়েছিলেন৷ শনিবারের ম্যাচে তিনিই হতে পারেন সবুজ-মেরুনের ট্রাম্প কার্ড৷ প্রথম একাদশে না হলেও পরিবর্ত খেলোয়াড় হিসাবে তাঁকে ব্যবহার করতে পারেন হুয়ান ফেরান্দো।

kiyan nassiri: ডার্বি ম্যাচে “হ্যাটট্রিক বয়” কিয়ান-বান্ধবীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথোমার্ধে খাতা খুলতে পারেনি মোহনবাগান৷ এরপর দ্বিতীয়ার্ধে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমে বাজিমাত করেন কিয়ান নাসিরি। ৫৭ মিনিটে ডাচ তারকা ড্যারেন সিডলের গোল ফিরিয়ে দেন কিয়ান৷ পরে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন ডেভিড উইলিয়ামস। কিন্তু হাল ছাড়েনি কিয়ান।

সেই ম্যাচের শেষের দিকে পর পর দুটি গোল করে চমক দেয় সে৷ এর আগে বাইচুং ভুটিয়া, এডে চিডিদের মতো খেলোয়াড়দের বড় ম্যাচে হ্যাটট্রিকের নজির রয়েছে৷ সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে কিয়ান নাসিরির নাম৷ একাধিক খেলোয়াড় দলে না থাকায়, কিয়ানের দিকেই বিশেষ নজর রয়েছে সকলের।

ISL : ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরিকে নিয়ে চাঞ্চল্যকর পোস্ট ভাইরাল

তবে ডার্বিতে হ্যাটট্রিক করলেও বড় ম্যাচে দেখা যায়নি কিয়ান নাসিরিকে। আজকের ম্যাচে ৩ পয়েন্ট পেতে মরিয়া হুয়ান ফেরান্দো। কারণ, লিগ টেবিলে ৩ নম্বরে থেকে ঘরের মাঠে খেলার ফায়দা তুলতে চায় তাঁরা। অন্যদিকে, আজই ডার্বির শাপ মোচনে নামতে চলেছেন স্টিফেন কনস্টান্টাইনরা৷ সব মিলিয়ে, ডার্বি নিয়ে আজ আলাদা উত্তেজনা শুরু হয়েছে দর্শকদের মধ্যেই।