East Bengal: লাল-হলুদ সমর্থকদের ডার্বি বয়কটের ঝড় রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান৷ কিন্তু এবারের ডার্বিতে তেমন কোন উত্তাপ আর উত্তেজনা নেই৷

Boycott Derby

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান৷ কিন্তু এবারের ডার্বিতে তেমন কোন উত্তাপ আর উত্তেজনা নেই৷ টানা সাতবার ডার্বি জেতা সবুজ-মেরুনের বিরুদ্ধে খেলতে নামার আগে কলকাতায় যে উত্তেজনা দেখা দেয় লাল-হলুদ সমর্থকদের মধ্যে, এবার তার লেশমাত্র নেই ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে৷

কারণ, ক্লাব কর্মকর্তাদের একাংশের অপসারণ চেয়ে ‘মা-সমান’ ক্লাবের খেলা বয়কটের ডাক দিয়েছে সমর্থকরা৷ আর তাদের এই বয়কট আন্দোলনের জেরে শনিবারের ডার্বি তার জৌলুস হারিয়েছে৷ অন্যদিকে, এই আন্দোলনের জেরে কলকাতার রাজপথ আর সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ঝড় বইছে৷

টুইটারের একটি গ্রুপ লিখেছে, একটা টিকিটের হাহাকার আজ নেই, আজ আমরির সামনে দাড়িয়ে নেই ওরা টিকিটের জন্য, আজ গ্যালারি ভাঙ্গা চিৎকার টাও নেই, কারণ আমার ইস্টবেঙ্গল ভালো নেই। মা-কে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছি, শেষ দেখে ছাড়বো কথা দিচ্ছি।

টুইটারের আর একটি হ্যান্ডেলার রানা বসু লিখেছেন, রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ফ্যানরা লম্বা লাইন লাগাতো একটা ডার্বির টিকিটের জন্য। কোথায় সেই টিকিটের চাহিদা? কোথায় সেই হাহাকার? ৩-৪ জন মানুষকে দেখিয়ে যদি ভাবো ডার্বি ক্রেজ দেখাচ্ছ, ইউ আর ইন ফুল’স ওয়ার্ল্ড। এই নিতু আর তার ক্রনি শাগরেদরা যতদিন, #BoyCottEBFC ততদিন।
#BoycottDerby