Tripura: শাসক বিজেপির নির্বাচনী কার্যালয় ঘিরল সিপিআইএম, মারধরের অভিযোগ

উপনির্বাচন আবহে তেতে উঠছে (Tripura) ত্রিপুরা। প্রধান বিরোধী  দল সিপিআইএমের বিরুদ্ধে শাসকদল বিজেপির নেতা কর্মীদের মারধরের অভিযোগ উঠল। যদিও সিপিআইএমের দাবি, হুমকির প্রতিবাদে ঘেরাও করা…

Tripura by election political clash between bjp and cpim

উপনির্বাচন আবহে তেতে উঠছে (Tripura) ত্রিপুরা। প্রধান বিরোধী  দল সিপিআইএমের বিরুদ্ধে শাসকদল বিজেপির নেতা কর্মীদের মারধরের অভিযোগ উঠল। যদিও সিপিআইএমের দাবি, হুমকির প্রতিবাদে ঘেরাও করা হয়েছে। এই ঘটনার কেন্দ্র যুবরাজনগর।

যুবরাজনগর সহ রাজ্যের বাকি তিনটি আসনে উপনির্বাচন ২৩ জুন। চলছে প্রচার। সিপিআইএমের দাবি এদিন প্রচার বন্ধ করার হুঁশিয়ারি দেয় বিজেপি। এরপর দলীয় কর্মী সমর্থকরা যুবরাজনগরের ২০ নম্বর বুথ এলাকায় বিজেপির কার্যালয় ঘেরাও করেন।

<span;>এই ঘেরাও ভিডিও ভাইরাল হয়েছে। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির দাবি, দলীয় কর্মীরা ঘেরাও করেন। আর শাসকদল বিজেপি ত্রিপুরা প্রদেশের অভিযোগ, রাজ্যে লাল সন্ত্রাস শুরু। সিপিআইএমের সমর্থকরা বিজেপি অফিসে ঢুকে শ্লীলতাহানি করেছে।

শাসক ও বিরোধীদের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ত্রিপুরার রাজনৈতিক মহল।  ছবি কি উল্টে যাচ্ছে? এমন প্রশ্ন উঠছে।  কারণ, গত ২০১৮ সালে টানা ২৫ বছর বামফ্রন্ট শাসনের পর এ রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট। বিরোধী দল হয় সিপিআইএম। সেই নির্বাচনের পর থেকে লাগাতার রাজনৈতিক  সন্ত্রাসে অভিযুক্ত বিজেপি। আগরতলা সহ রাজ্যের সর্বত্র সিপিআইএম আক্রান্ত হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোট সন্ত্রাসের।

প্রশাসনিক ক্ষেত্রে চরম ব্যর্থতার অভিযোগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে মেয়াদ পূর্তির আগেই সরিয়েছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি এই উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে লড়াই করছেন বড়দোয়ালি কেন্দ্র থেকে