Presidential Election: মমতার পছন্দ যশবন্ত সিনহা, একতরফা সিদ্ধান্তে বাকিদের গোঁসা পর্ব শুরু

দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী পৌঁছতেই অ-বিজেপি জোটের রাষ্ট্রপতি (Presidential Election) পদপ্রার্থী নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে গেল। সূত্রের খবর এনসিপি নেতা শারদ পাওয়ার প্রার্থী হতে রাজি…

Mamata Banerjee choose Yashwant Sinha for presidential election

দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী পৌঁছতেই অ-বিজেপি জোটের রাষ্ট্রপতি (Presidential Election) পদপ্রার্থী নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে গেল। সূত্রের খবর এনসিপি নেতা শারদ পাওয়ার প্রার্থী হতে রাজি হননি। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)  আচমকা যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেন। তিনি বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য প্রাক্তন অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। তিনি এখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি। তাঁকে মানতে নারাজ বাকিরা।

বুধবারের বৈঠকের আগে তৃণমূলের তরফে প্রার্থীপদের নাম ভাসিয়ে দিতেই শুরু হয়ে গেল গোঁসা পর্ব।বিভিন্ন দল কোনওভাবেই বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভূমিকা মেনে নিতে রাজি হয়নি। ফলে বুধবার দিল্লির কনস্টিউশন ক্লাবে বিজেপি বিরোধী জোটের বৈঠকে ঝড় উঠতে চলেছে। দক্ষিণের দলগুলির অভিযোগ, এভাবে একতরফা কোনও সিদ্ধান্ত মানা হবে না।

   

মঙ্গলবার দিল্লিতে পৌঁছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাওয়ারকে রাজি করানোর উদ্যোগ বিফলে যায়। পাওয়ারের বাসভবনে মমতা উপস্থিত হওয়ার আগেই বৈঠক সেরেছেন ডি রাজা এবং সীতারাম ইয়েচুরি। এর আগে আম আদমি পার্টির সঞ্জয় সিং এবং রাজ্যসভার বিরোধী দলনেতার সঙ্গেও একপ্রস্থ বৈঠক সেরেছেন শরদ পাওয়ার।

বুধবার ২২ টি রাজনৈতিক দল সহ ৮ টি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠি দেন অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়ক, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচডি কুমারস্বামী, কে চন্দ্রশেখর রাও, এমকে স্ট্যালিন, ভগবন্ত মান, অশোক গেহলট, ভুপেশ বাঘেলদের।

বুধবার রাষ্ট্রপতি পদে কোনও নাম ঘোষণা করা হবে না। সূত্রের খবর, চলতি মাসে আরও এক দফায় সমস্ত বিরোধী পক্ষের বৈঠক ডাকা হবে। সেখানেই নাম ঘোষণা করা হবে।