Gold Prices: 1947 থেকে 2021 সালের মধ্যে সোনার দাম কতটা বেড়েছে এবং কেন ?

কৌটিল্য বিষ্ণু গুপ্ত: 1947 সালে বম্বে থেকে দিল্লির বিমান ভাড়া সোনার (Gold Prices) চেয়ে দামী ছিল । তখন পেট্রোলের দাম ছিল 30 পয়সার কম আর…

Gold Prices

কৌটিল্য বিষ্ণু গুপ্ত: 1947 সালে বম্বে থেকে দিল্লির বিমান ভাড়া সোনার (Gold Prices) চেয়ে দামী ছিল । তখন পেট্রোলের দাম ছিল 30 পয়সার কম আর এক লিটার দুধের দাম ছিল 12 পয়সা ৷ তারপরে ধীরে ধীরে সোনার দাম বেড়েছে ৷ বিগত কয়েক বছরে লগ্নিকারীদের কাছে সোনা একটি পুরস্কার স্বরূপ সম্পদে পরিণত হয়েছে ৷

সোনা মুদ্রাস্ফীতিকে প্রতিহত করতে সক্ষম একটা সম্মানিত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে ৷ ভারত ছাড়ো আন্দোলনের সময় দশ গ্রাম সোনার দাম ছিল 44 টাকা৷ তবে তার পরের পাঁচ বছরে অর্থাৎ 1947 সালে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল৷ ভারত স্বাধীন হওয়া পর থেকে সোনার দাম বাড়তে থাকে ৷ দশ গ্রাম সোনার দাম 88 টাকা হয়ে যায় ৷ 1950 থেকে 1960 সালের মধ্যে বছরগুলিতে সোনা বার্ষিক 13 % হারে রিটার্ন দিয়েছে৷এমন দৃঢ় ভাবে সোনার দাম বৃদ্ধি কারণ কি ? কেমন করে এই হলুদ ধাতু হয়ে উঠল লগ্নির পথ ?

মুদ্রাস্ফীতিকে প্রতিহত করতে সক্ষম সোনা , যখন সামগ্রিক মূল্যবৃদ্ধির হার বেশি তখন সোনা দাম রকেটের গতিতে বেড়ে ওঠে ৷ ভারত হল বিশ্বের অন্যতম সবচেয়ে বেশি সোনা আমদানি করা দেশ ৷ বিশ্ব বাজারে সোনার দাম ওঠানামা করলে , দেশের ভিতরেও সোনার মূল্য তেমনটাই হয়৷ এই হলুদ ধাতুটি ডলারের দ্বারা সূচিত হয় ৷ এরফলে মার্কিন ডলারের মূল্যের উপর এই ধাতুটির দামে প্রভাব পড়ে ৷ ডলার যতটা শক্তিশালী হয় সোনার দাম ততটা স্থিতিশীল থাকে ৷

ভারতের ক্ষেত্রে সোনার গহনার একটা আলাদা তাৎপর্য রয়েছে ৷ মন্দির থেকে বিয়ের আসর সব জায়গাতেই সোনার অস্তিত্ব লক্ষ্য করা যায়৷

ভারতে উৎসব ও বিয়ের নতুন অলংকার কিনতে দেখা যায়৷ উৎসবের সময় কেনার চাহিদা হল অন্যতম কারণ যা সোনার দামকে বাড়িয়ে তোলে ৷ বিশেষত উৎসবের মরসুমে সোনার দাম বেশ বেড়ে যেতে দেখা যায় ৷ অলংকার শিল্প চাঙ্গা হয়ে প্রাথমিক ভাবে একেবারে এই বাজারটা বেশ তেজি হতে দেখা যায় ৷

ইতিমধ্যেই গোটা বিশ্বের খনিতেই ‘Easy gold’ -এর রমরমা ৷ খনির আরও গভীরে যাওয়া হচ্ছে ৷ এরফলে আরও বেশি করে বিপদ বা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে ৷ প্রকৃতির উপর সোনার খনির ভ্রান্ত প্রভাব পড়ে ৷ যদিও উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে সোনার দামও বেড়ে যায় ৷

অলংকার শিল্পের পাশাপাশি সোনার ব্যবহার রয়েছে অন্যান্য শিল্পে ৷ অল্প পরিমাণে হলেও এই দামি ধাতুটি ব্যবহৃত হয় টেলিভিশন জিপিএস ইত্যাদি উৎপাদনে ৷ শিল্প ক্ষেত্রে এই হলুদ ধাতুটির চাহিদা ভারতে মোট চাহিদার ১২ শতাংশ ৷স্বাধীনতার সময় ভারতে তেমন অর্থনৈতিক উন্নয়ন ছিল না ৷ জন সংখ্যার সিংহ ভাগ ছিল দরিদ্র ৷ জন সংখ্যার অল্প অংশ সোনার মতো দামি ধাতু কিনতে সক্ষম হতেন ৷ 1970 থেকে 1980 এই দশকে গড়ে দশ গ্রাম সোনার দাম ছিল 184.50 টাকা থেকে 1330 টাকা ৷ ফলে লগ্নিকারীদের কাছে এই হলুদ ধাতুটি বিস্ময়কর হয়ে ওঠে ৷ আবার মাঝে মাঝে সোনার দাম কমেছে ৷ যেমন 1996 সাল থেকে 1998 সালের মধ্যে গড়ে প্রতি দশ গ্রাম সোনার দাম 5160 টাকা থেকে কমে হয়েছিল 4045 টাকা ৷ তবে এই মূল্য পতন খুবই স্বল্পস্থায়ী ছিল ৷

মুদ্রাস্ফীতি থাকা স্বত্তেও সোনার মূল্য বৃদ্ধির ফলে ভাল রিটার্ন দিকে সক্ষম হয়৷ যেমন 1970 থেকে 1980 এই দশকে লগ্নিকারীদের সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছিল 620 % ৷ এরপরেই 2000 থেকে 2010 সালে সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছিল এই হলুদ ধাতুটি যা প্রায় 320 % ৷ স্বাধীনতার পর থেকে লগ্নিকারীদের 54,000 % রিটার্ন দিয়েছে ৷ গত সাত দশকে সোনার দাম 1947 সালে 88.62 টাকা থেকে বেড়ে 2021 সালে 49,000 টাকায় পৌঁছে গিয়েছে ৷ অনেক সময় সোনা থেকে যা রিটার্ন পাওয়া গিয়েছে তা শেয়ার বা মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি ৷ ঐতিহাসিক ভাবে সোনার অবস্থা বিচার করে আর্থিক উপদেষ্টারা মাঝে মাঝে এখনও সোনায় লগ্নি করার পরামর্শ দেন ৷ এমনকি স্বল্প পরিমাণে লগ্নি করেও সুবিধা পেতে পারেন ৷

গত কয়েক দশক ধরে ভারতীয়রা সোনাকে তাদের সম্পদ হিসেবেও দেখায় , বিশেষত গত দু দশকে তা বেশ জনপ্রিয় হয়েছে ৷ এরফলেও সোনার চাহিদা বাড়িয়ে দিয়েছে সোনা সকল ভারতীয়দের জীবনের অঙ্গ হয়ে উঠেছে ৷ এটাই অন্যতম সবচেয়ে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য লগ্নির বিকল্প হয়ে গিয়েছে ৷