Rajnath Singh: ‘মমতা দিদি খাদি পরে, তার আড়ালে লুঠ চলছে’, বিস্ফোরক রাজনাথ

দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে বাংলা আজ রবিবার ছুটির দিনে হাইভোল্টেজ জনসভার সাক্ষী থাকল। আজ মুর্শিদাবাদের জলঙ্গিতে এক জনসভায় বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…

দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে বাংলা আজ রবিবার ছুটির দিনে হাইভোল্টেজ জনসভার সাক্ষী থাকল। আজ মুর্শিদাবাদের জলঙ্গিতে এক জনসভায় বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। দ্বিতীয় দফার লোকসভা ভোটের মুখে এবার রাজনাথ সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন।

তিনি জানান, ‘দেশ জানে বাংলার গর্বের ইতিহাস আছে। কিন্তু এখন পুরো বাংলাজুড়ে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। চৈতন্যদেব, সুভাষচন্দ্রের বাংলায় মমতার জমানায় কী হল। এখন সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার। বাংলায় এখন আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সন্দেশখালির ঘটনা সমগ্র মানবকতার জন্য লজ্জার। মমতা দিদি খাদি পরে, তার আড়ালে লুঠ চলছে। মমতা দিদির মনের মমতা কোথায় গেল?’

মোদীর মন্ত্রী আরও বলেন, ‘আজ সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত। বিজেপিই বাংলায় ক্ষমতায় আসছে। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবেই। তৃণমূল থাকবে না। মমতা দিদির সময় হয়েছে যাওয়ার। বিজেপিই বাংলায় সরকার গরতে চলেছে। হিন্দু-মুসলিমে বিভাজনের রাজনীতি তৃণমূলের। নাগরিকত্ব আইন কার্যকর হচ্ছেই, কেউ রুখতে পারবে না।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ।