Meghalaya: মেঘালয়ে সরকার গড়তে তৃণমূলের আবেদন নিয়ে শোরগোল

মেঘালয়ে (Meghalaya) তৃণমূলের (TMC) তরফে সরকার গড়তে আবেদন ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। এ রাজ্যে টিএমসির তরফে জোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

mukul sangma

মেঘালয়ে (Meghalaya) তৃণমূলের (TMC) তরফে সরকার গড়তে আবেদন ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। এ রাজ্যে টিএমসির তরফে জোটের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সায় দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সায় পেয়েই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma) শুরু করেছেন জোট গঠনের উদ্যোগ।

মাত্র ৫ বিধায়ক তৃনমূলের। তাই নিয়ে মেঘালয়ে এনপিপি ও বিজেপি বিরোধী সরকার গড়তে অন্যান্য দলগুলির কাছে আবেদন জানিয়েছেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

Meghalya Election 2023: TMC fears about Mukul Sangma's change of party

হাতে আছে ৫ জন! তাই নিয়ে মেঘালয়ে সরকার গড়তে দৌড় ঝাঁপ শুরু করল তৃ়ণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলটির তরফে একটি জোট সরকারের উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। মুকুল সাংমা বৃহস্পতিবার সমস্ত আঞ্চলিক দলকে নিয়ে একটি জোটের দিকে ইঙ্গিত করেন। ইউডিপি, কংগ্রেস সহ বিভিন্ন দলের সাথে মিলে করে মুকুল সাংমা একটি জোট সরকার গড়তে চান বলে জানিয়েছেন। তৃণমূলের ৫, কংগ্রেসের ৫, ইউডিপির ১১ জন সহ আরও কয়েকটি দল মিলে এই জোটের মোট বিধায়ক সংখ্যা তিরিশের ঘরে ঢুকছে। আর ৬০ সদস্যের বিধানসভায় সরকার গড়তে দরকার ৩১ জন।

mamata with mukul sangma

মুকুল সাংমা জানান, বিজেপি ও এনপিপিকে আটকাতে সব আঞ্চলিক দলকে এক হওয়ার দরকার। জোটের নেতৃত্ব দিক ইউডিপি। বিধানসভা ভোটে ৬০ আসনের মেঘালয়ে ভোট গ্রহণ করা হয় ৫৯ আসনে। ২৬টি আসনে জিতেছে কনরাড সাংমার দল এনপিপি। আর ২টি আসনে জিতেছে বিজেপি। এর পরেই এনপিপি সরকার গড়তে দাবি জানায়। টিএমসির তরফে জোটের চেষ্টা করায় রাজনৈতিক হাওয়া গরম মেঘের দেশে।

মুকুল সাংমা উত্তরপূর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। তিনি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে গত বিধানসভা ভোটে তিনি কংগ্রেসের হয়ে ছিলেন। পরে তিনি কংগ্রেস বিধায়কদের নিয়ে তৃনমূলে যোগ দেন। ভোটে না লড়ে টি়এমসি হয়েছিল বিরোধী দল। এবার ভোটে লড়াই করে ৫ জন বিধায়ক টিএমসির।মেঘালয়ে ৫৭টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমা দুটি আসনে লড়ে একটিতে জয়ী হন।