দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ‘বাস্তবোচিত নয়’, বয়কটের পথে CPIM এর সরকার

মমতার নির্দেশে নিষিদ্ধ আর সিপিআইএম হাঁটল বয়কটের পথে। এসবের মাঝে দ্য কেরালা স্টোরি (The Kerala Story) ঘিরে বিতর্ক তুঙ্গে। বিতর্কিত হিসেবে চিহ্নিত দ্য কেরালা স্টোরি…

'The Kerala Story' receives certification after censorship dispute

মমতার নির্দেশে নিষিদ্ধ আর সিপিআইএম হাঁটল বয়কটের পথে। এসবের মাঝে দ্য কেরালা স্টোরি (The Kerala Story) ঘিরে বিতর্ক তুঙ্গে।

বিতর্কিত হিসেবে চিহ্নিত দ্য কেরালা স্টোরি চলচ্চিত্রকে নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ছবি পশ্চিমবঙ্গে প্রদর্শিত হবে না। অন্যদিকে কেরল সরকার বিতর্কিত ছবি বয়কটের আহ্বান জানিয়েছে। এ রাজ্যে সিপিআইএম নেতৃত্বে চলা এলডিএফ সরকার নিষেধাজ্ঞাকে বাস্তবোচিত নয় বলেই জানিয়েছে। পিনারাই বিজয়নের সরকার ছবিটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার কলকাতা সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যো দ্য কেরালা স্টোরি প্রদর্শন নিষিদ্ধ করেছেন। নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি মমতার সমালোচনা করেন সিপিআইএম নেতৃত্বে চলা কেরলের এলডিএফ সরকারের। মমতা বলেন, এই ছবি নিয়ে সিপিএম নীরব। এটার সমালোচনা তো তাদেরই করা উচিত। কিন্তু তারা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।

পিটিআই ও মনোরমা জানাচ্ছে, দ্য কেরালা স্টোরি প্রদর্শনে কেরল সরকারের সাংস্কৃতিক বিষয়ক দফতর নিষেধাজ্ঞা আরোপ করতে আইনি পরামর্শ নেওয়ার পরিকল্পনা করেছিল। এতে দেখা যায়, আইনি জটিলতা। পরে নিষেধাজ্ঞা বাস্তবোচিত নয় বরং ছবি বয়কটের আহ্বান জানায় কেরল সরকার ও সিপিআইএম।

কেরলের সিপিআইএম মুখপত্র দেশাভিমানী ও দক্ষিণের বিভিন্ন গণমাধ্যম জনাচ্ছে, রাজ্য সরকার এই ছবির বিরুদ্ধে পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। দুই, রাজ্য সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদিত একটি চলচ্চিত্র নিষিদ্ধ করতে পারে কিনা তা স্পষ্ট নয়। সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বেশ কয়েকজন বাম নেতার সাথে মুখ্যমন্ত্রী বিজয়ন বিশেষ আলোচনা করেন।