দেশীয় পদ্ধতিতে তৈরি বিধ্বংসী মিসাইল লঞ্চার, আরও শক্তিশালী ভারতীয় বায়ুসেনা

TATA Advanced Systems Limited বা TASL এবং Larsen & Toubro বা L&T-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বিশেষ মিসাইল লঞ্চার। ভারতীয় বিমান বাহিনীর জন্য ১০০তম আকাশ…

IAF'S AKASH PROJECT

TATA Advanced Systems Limited বা TASL এবং Larsen & Toubro বা L&T-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বিশেষ মিসাইল লঞ্চার। ভারতীয় বিমান বাহিনীর জন্য ১০০তম আকাশ এয়ার ফোর্স লঞ্চার বা AAFL তৈরি করা হয়েছে। এই লঞ্চার তৈরির ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO।  উল্লেখ্য, বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বাহিনী হল ভারতীয় বায়ুসেনা। বর্তমানে নিজেদের ঢেলে সাজাচ্ছে এই বাহিনী। আসছে নতুন অস্ত্রশস্ত্র। প্রয়োগ করা হচ্ছে আধুনিকতম প্রযুক্তি। আর এই নতুন সাজসজ্জা রীতিমত বিপাকে ফেলতে পারে শত্রুদের।

জানা গিয়েছে, ভূমি থেকে বায়ুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম আকাশ মিসাইল। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও আত্মনির্ভর হল ভারতীয় বায়ুসেনা। এর সর্বাধিক গতি হল ২.৫ ম্যাক (৩০৮৭ কিমি প্রতি ঘণ্টা)। এটি মধ্যম পাল্লার মিসাইল, যেটা ২৫ কিমি পর্যন্ত দূরে থাকা লক্ষ্যকে সহজেই ধ্বংস করতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, আধুনিক প্রযুক্তির আকাশ মিসাইল মোতায়েন করা হতে পারে পূর্ব লাদাখ সেক্টরে। মঙ্গলবার TASL-এর ভেমাগালে ডিআরডিও-র ডিজি এমএসএস, বিএইচভিএস নারায়ণ মূর্তি, এই ইভেন্টটির সূচনা করেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অনুষ্ঠানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, মিসাইল সিস্টেমস কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি, এলএন্ডটি, একাধিক এমএসএমই অংশীদারীত্ব করে। TASL এর আগে ভারতীয় সেনাবাহিনীকে ৪৯টি আকাশ লঞ্চার সরবরাহ করেছে। ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই মিসাইল। শত্রুপক্ষের বিমান নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম আকাশ মিসাইল। বায়ু সেনার এক আধিকারিক জানিয়েছেন পূর্ব লাদাখ সেক্টর-সহ বেশ কয়েকটি এলাকায় চিনা যুদ্ধ বিমান যাতে কোনওভাবেই ভারতের আকাশ সীমা লঙ্ঘন করতে না পারে, তার ব্যবস্থা করতেই এই লঞ্চারের নির্মাণ। সেই সব এলাকাগুলিতেই আকাশ মিসাইল মোতায়েন করা হবে। বায়ু সেনা জানিয়েছ, চিনা জেএইচ ১৭ অথবা ব়্যাডার নজরদারী এড়াতে সক্ষম জে ২০ স্টেলথ যুদ্ধবিমানের সম্ভাব্য হামলা মোকাবিলা করতে পারবে আকাশ প্রজেক্টের মিসাইল।

AAFL হল একটি মাল্টি-টেকনোলজি ওয়েপন লঞ্চ প্ল্যাটফর্ম, যা যৌথভাবে TASL এবং L&T-DRDO-এর IGMDP প্রোগ্রামের অধীনে গড়ে উঠেছে। AAFL হল একটি মোবাইল লঞ্চার সিস্টেম যা একক বা সালভো মোডে তিনটি আকাশ মাঝারি রেঞ্জের সারফেস থেকে এয়ার মিসাইল পরিবহন ও লঞ্চ করতে সক্ষম।

AAFL একটি স্ব-চালিত এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেক্ট্রো-মেকানিক্যাল লঞ্চিং সিস্টেম নিয়ে গঠিত যা একটি ট্রেলারে মাউন্ট করা হয়েছে এবং একটি প্রাইম-মুভার দ্বারা টাউ করা হয়েছে। এটি সব ধরণের আবহাওয়ায় কাজ করতে সক্ষম ও এর নাইট ভিশন মোডের জন্য হামলা চালাতে পারে রাতের অন্ধকারেও।