Ratan Tata biopic: এবার পর্দায় টাটা পরিবার, আসবে সিঙ্গুরে স্বপ্নভঙ্গ ইস্যু

ভারতের তথা বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ীদের মধ্যে রতন টাটার (Ratan Tata) নাম সব সময় জ্বলজ্বল করবে। তিনি সাধারণ কিন্তু অনন্য। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে অসাধারণত্ব।…

A biopic is being made about Ratan Tata and his family

ভারতের তথা বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ীদের মধ্যে রতন টাটার (Ratan Tata) নাম সব সময় জ্বলজ্বল করবে। তিনি সাধারণ কিন্তু অনন্য। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে অসাধারণত্ব। তাঁর পারিবারিক ঐতিহ্য এবার সিনেমার পর্দায় আসছে।

জামশেদজী টাটার হাত ধরে যে কোম্পানির শুরু, তা এগিয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম। দেশের বিমানসংস্থা কেনা থেকে শুরু করে কোভিডের সময় মানুষের পাশে দাঁড়ানো, সবেতেই টাটা কোম্পানির নাম রয়েছে। এবার সেই পরিবার উঠে আসছে সিনেমার পর্দায়।

এবার টি-সিরিজের বর্তমান কর্ণধার ভুষণ কুমার নিজেই টুইট করে জানিয়ে দিলেন তৈরি হচ্ছে টাটা পরিবার নিয়ে সিনেমা। টি সিরিজের সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে অলমাইটি মোশন পিকচার্স। ছবির নামও জানিয়ে দেওয়া হয়েছে। শুধু টাটা পরিবারের সাফল্যই এই ছবিতে থাকবে না, বরং পুরো পার্সি পরিবারের ওঠানামা, তাদের সংগ্রাম সব থাকবে ছবিতে, জানিয়েছেন প্রভলান কৌর সান্ধু অলমাইটি তরফ থেকে। নাসেনওয়ানজি, জামশেদজি হয়ে রতন টাটা, তিন প্রজন্মকে তুলে ধরা হবে পর্দায়।

১৮২২ সালে পুরোহিত পরিবারে জন্ম নাসেনওয়ানজি টাটার। নতুন কিছু করে দেখানোর প্রবল ইচ্ছে নিয়ে তিনি পা রেখেছিলেন তত্‍কালীন বোম্বেতে। তাঁর তুলোর ব্যবসাকে পরবর্তী সময়ে ছেলে জামশেদজী ইন্ডাস্ট্রির রূপ দেন। যা আজও একই ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর দুই ছেলে দোরাব এবং রতন।