Accident in Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাঙালির

উত্তরকাশী যাওয়ার পথে দূর্ঘটনায় প্রাণ গেল ৫ বাঙালি সহ ৬ জনের৷ নিহতদের মধ্যে তিন জন নিউ গড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) তেহারি গাড়ওয়ালের…

accident in Uttarakhand

উত্তরকাশী যাওয়ার পথে দূর্ঘটনায় প্রাণ গেল ৫ বাঙালি সহ ৬ জনের৷ নিহতদের মধ্যে তিন জন নিউ গড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) তেহারি গাড়ওয়ালের কাছে এই ঘটনাটি ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, প্রত্যেকের দেহ ঝলসে গেছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, যে গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন সেই গাড়িতে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেটা ফাটতেই ঘটে বিপত্তি। বিস্ফোরণের জেরে খাদে পড়ে যায় গাড়িটি। দূর্ঘটনায় ৫ যাত্রী সহ চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা।গাড়িতে থাকা প্রত্যেকের দেহ ঝলসে গেছে।

   

গাড়ির চালক আশীষ উত্তরাখণ্ডের বাসিন্দা বলে বলে জানা গেছে৷ এছাড়াও পাঁচ বাঙালিরা হলেন, নীলেশ ভুঁইয়া, প্রদীপ দাস, মদন মোহন ভুঁইয়া, ঝুমুর ভুঁইয়া ও দেবমাল্য।

জানা গেছে বিস্ফোরণের পর গাড়িটি ১০০ মিটার নীচে একটি খাদে পড়ে যায়৷ বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন৷ জ্বলন্ত অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়৷ প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়েছে।

যদিও এই ঘটনা নতুন কিছু নয়৷ চলতি বছরে চার ধাম যাত্রা শুরুর পর থেকেই এধরনের একের পর এক ঘটনা ঘটে চলেছে। তাই আগে থেকেই তৎপর ছিল প্রশাসন। কিন্তু কেন এই ঘটনা ঘটল? এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।