উধাও মোদী ম্যাজিক! সিকিমে খাতাই খুলতে পারল না বিজেপি

মোট আসনসংখ্যা (Sikkim Assembly Elections) ৩২। তার মধ্যে ৩১টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। জেতা তো দূর, একটি সিটেও দ্বিতীয় স্থান অধিকার করতে পারেনি তারা। আক্ষরিক…

মোট আসনসংখ্যা (Sikkim Assembly Elections) ৩২। তার মধ্যে ৩১টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। জেতা তো দূর, একটি সিটেও দ্বিতীয় স্থান অধিকার করতে পারেনি তারা। আক্ষরিক অর্থে যাকে বলে ভরাডুবি! উত্তর-পূর্বের রাজ্য সিকিমে (Sikkim Assembly Elections) সেই ভরাডুবিই হয়েছে বিজেপির। সিকিম দখলে রেখেছে বিজেপির জোটসঙ্গী সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)।

বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-র সদস্য সিকিম ক্রান্তিকারী মোর্চা। তবে বিধানসভা ভোটে তারা বিজেপির সঙ্গে জোটের পথে হাঁটেনি, আলাদাভাবে লড়েছে। ১৯ মে লোকসভা নির্বাচনে প্রথম দফার সঙ্গেই ভোট হয়েছিল ৩২ বিধানসভা আসন বিশিষ্ট সিকিমে।

   

আজ, রবিবার সকালে ভোট গণনা শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত গণনা অনুযায়ী, ২১টি আসনে জয় পেয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। এগিয়ে রয়েছে ১০টি আসনে। আর টানা পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট মাত্র একটি আসনে জিতেছে। বাকি কোনও দল আপাতত খাতাই খুলতে পারেনি।

বাংলার একাধিক হেভিওয়েট বিজেপি প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা, বলছে সমীক্ষা

সিকিমের ৩২টি আসনের মধ্যে প্রতিটিতেই প্রার্থী দিয়েছিল রাজ্যের শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা এবং প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। ভারতীয় জনতা পার্টি ৩১টি আসনে প্রার্থী দিয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস মাত্র ১২টি আসনে প্রার্থী দিয়েছিল। সিটিজেন অ্যাকশন পার্টি – সিকিম ৩০টি আসনে প্রার্থী দিয়েছিল।

তবে সিকিমে ভরাডুবি হলেও উত্তর-পূর্বের আরেক রাজ্য অরুণাচলে দারুণ ফল করেছে গেরুয়া শিবির। দুপুর দেড়টা পর্যন্ত গণনা অনুযায়ী, এই রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৪১টি আসনে জয়লাভ করেছে বিজেপি। এগিয়ে রয়েছে ৫টি আসনে। কংগ্রেস মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা ৯টি আসনে জিতেছে এবং ৪টি আসনে এগিয়ে রয়েছে।

ইভিএম খুলতেই চমক! ধুয়েমুছে সাফ কংগ্রেস, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির জয়জয়কার