J&K: কাশ্মীরে অ্যালার্ট, গাড়িতে গাড়িতে তল্লাশি শুরু করল সেনা

নতুন বছরে যেন পুলওয়ামার স্মৃতি ফিরেছে কাশ্মীরে (J&K)। গতকাল শনিবার ভারতীয় বায়ুসেনার কবলে ব্যাপক জঙ্গি হামলা হয়। এই ঘটনায় শহীদ হয়েছেন একজন জওয়ান এবং আহত…

নতুন বছরে যেন পুলওয়ামার স্মৃতি ফিরেছে কাশ্মীরে (J&K)। গতকাল শনিবার ভারতীয় বায়ুসেনার কবলে ব্যাপক জঙ্গি হামলা হয়। এই ঘটনায় শহীদ হয়েছেন একজন জওয়ান এবং আহত হয়েছে আরও অনেকে। তবে এই ঘটনার পর থেকেই সমগ্র উপত্যকা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে। রবিবার সকাল থেকেই পুঞ্চ জেলায় ভারতীয় সেনা কর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

মানুষের গাড়ি থামিয়ে চলছে তল্লাশি অভিযান। উল্লেখ্য, গতকাল পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় আহত ভারতীয় বায়ুসেনার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সন্ধে সওয়া ৬টা নাগাদ পুঞ্চ জেলার সুরানকোটে এলাকায় বায়ুসেনার কনভয়ে জঙ্গিদের অতর্কিত হামলায় মৃত্যু হয় এক জওয়ানের। আহত হয়েছেন আরও চারজন। কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে একটি গাড়িকে লক্ষ্য করে এবং নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা।

   

ভারতীয় বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বিমানবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক জওয়ানের। স্থানীয় সেনা ইউনিট ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। কাশ্মীর ঘাঁটির শশীধরের কাছে কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বিমানবাহিনীর দুটি গাড়ি সুরানকোট এলাকার সানাই টপে ফিরছিল। এখানে আগে থেকেই অতর্কিত হামলা চালানো জঙ্গিরা গাড়ি আসা মাত্রই একটি গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। গাড়ির কাচে ১৪ থেকে ১৫টি গুলির চিহ্ন দেখা যায়।