Antonio Lopez Habas: এখনি অবসর নয়! বাগানের সঙ্গে চুক্তি বাড়তে চান হাবাস?

অনবদ্য লড়াই করেও শেষ রক্ষা হয়নি। মুম্বাই সিটি এফসির কাছে গতকাল আইএসএল ফাইনালে পরাজিত হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। অজি বিশ্বকাপার জেসন কামিন্সের করা গোলে দল এগিয়ে…

Antonio Lopez Habas ATK

অনবদ্য লড়াই করেও শেষ রক্ষা হয়নি। মুম্বাই সিটি এফসির কাছে গতকাল আইএসএল ফাইনালে পরাজিত হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। অজি বিশ্বকাপার জেসন কামিন্সের করা গোলে দল এগিয়ে থাকলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। পেরেইরা দিয়াজ থেকে শুরু করে বিপিন সিংয়ের মতো ফুটবলারদের দাপটে একেবারে তথৈবচ অবস্থা থেকেছে বাগান ব্রিগেডের। যা নিয়ে কিছুটা হলেও হতাশ দলের সমর্থকরা। একটা সময় হুয়ান ফেরেন্দোর তত্ত্বাবধানে দল মরশুম শুরু করলেও প্রথম লেগের শেষে একেবারে মুখ থুবড়ে পড়তে হয় তাদের। পরবর্তীতে দলের হাল ধরতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) হাতে‌।

তারপর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে দল। সেখান থেকেই মুম্বাই সিটি এফসিকে ঘরের মাঠে পরাজিত করে লিগশিল্ড জয় করে কলকাতা ময়দানের অন্যতম প্রধান। তবে এই দলকে হারিয়েই এবার আইএসএল খেতাব জয় করল রনবীর কাপুরের ফুটবল ক্লাব। তবে গতকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন বাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।

   

আসলে, এই ফাইনাল ম্যাচের পরেই নাকি কোচিং ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন হাবাস। ঠিক এমনটাই শোনা গিয়েছিল প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স থেকে। তাহলে কি নিজের কোচিং ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলিয়ে ফেললেন হাবাস? উত্তর মিলল এবার।

ফাইনাল ম্যাচের পর যথেষ্ট হতাশ থাকতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে। দলের এই পরাজয়ের জন্য মূলত খেলোয়াড়দের ক্লান্তিকেই দায়ী করেছেন তিনি। পাশাপাশি নিজের কোচিং ক্যারিয়ার নিয়েও মুখ খুললেন আইএসএলের ইতিহাসের অন্যতম সফল এই ফুটবল কোচ। তিনি বলেন, আগামী সিজনের জন্য আমি ক্লাবের সঙ্গে আলোচনা করছি। এখন পুরোটাই সময় সাপেক্ষ। তবে আমার ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে গত প্রেস কনফারেন্সে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি। সেই নিয়েই ক্লাবের সঙ্গে আলোচনা করছি। অর্থাৎ, এখনই যে তিনি দায়িত্ব ছাড়বেন না তা একপ্রকার স্পষ্ট।