TMC-BJP:উত্তর কলকাতায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ! হাসপাতালে দুই

উত্তর কলকাতায় টিএমসি-বিজেপি সংঘর্ষ! ভোটের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষিপ্ত হাতাহাতির ঘটনার খবর পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শনিবার শাসক বিরোধী দুই শিবিরের কর্মীদের…

sudip-tapas

উত্তর কলকাতায় টিএমসি-বিজেপি সংঘর্ষ! ভোটের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষিপ্ত হাতাহাতির ঘটনার খবর পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শনিবার শাসক বিরোধী দুই শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তর কলকাতায়। অর্থাৎ বিজেপি প্রার্থী তাপস রায়ের অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা! স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার গিরিশ পার্ক ২৬ নম্বর ওয়ার্ডে একটি শীতলা মন্দিরে পুজো হচ্ছিল। সেখানে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সেখানেই তৈরি হয় উত্তেজনা।

জানা গিয়েছে যে অনুষ্ঠান শেষে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতেই তাঁদের উপরে চড়াও হয় তৃণমূলের কর্মীরা। মারপিট হয় দুপক্ষের মধ্যে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুজন। বিজেপির অভিযোগ, তৃণমূলের তরফে তাদের গো ব্যক স্লোগান দেওয়া হয়। প্রথমে বাদানুবাদ এবং সেই থেকে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
দু’জন বিজেপি কর্মী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

   

গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে বিজেপির তরফে। যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তাঁদের দাবি স্থানীয় লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে বিজেপির লোকজনের। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। শীতলা পুজোতে গিয়ে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার জন্যই স্থানীয় লোকজন প্রতিবাদ করেছে, এই অভিযোগ তুলেছে তৃণমূল।