Presidential Election: বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী বৈঠকের দিনই ফোন ‘নমস্তে মমতাজি…’, কী বললেন রাজনাথ

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী জোটের প্রার্থী ঠিক করতে দিল্লিতে ১৭ টি রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের দিনেই চমক।…

Mamata banarjee

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী জোটের প্রার্থী ঠিক করতে দিল্লিতে ১৭ টি রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের দিনেই চমক। হঠাৎ মমতাকে ফোন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শীর্ষ বিজেপি নেতা ও মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কেন ফোন করলেন তা নিয়ে শুরু বিতর্ক।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানতে চান রাজনাথ সিং। শুধু মমতা নয়। একইভাবে ফোন করে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়গে কে ফোন করেন রাজনাথ সিং। সবাই বলেন সরকার কী ভাবছে?

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী এবং শাসক শিবিরে প্রস্তুতি চলছে। শাসক এনডিএ শিবিরের রাষ্ট্রপতি ভোটের দায়িত্ব বর্তেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপরে।

এনডিএ শিবিরে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চর্চিত ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু ও একদা তৃণমূলী এখন বিজেপি তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম উঠে আসছে।

রাষ্ট্রপতি পদে বিরোধীরা সর্বসম্মতিক্রমে প্রার্থী দিলে শাসক জোটের পরাজয় নিশ্চিত। তবে সেটা নির্ভর করছে অ-বিজেপি ও আঞ্চলিক দলগুলির সর্বসম্মতির উপর। তেমনটা না হলে শাসকপক্ষ এনডিএ শিবির জয়ী হবে।

লোকসভা ভোটের আগে মোদী সরকারকে ধাক্কা দিতে সমস্ত বিজেপির বিরোধী দলগুলি একজোট হওয়ার মঞ্চ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনকে বেছে নিয়েছে। তবে অ-বিজেপি জোটের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এখনও। বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে যে বৈঠক হলো তাতে অংশ নেয়নি আপ, টিআরএস সহ কয়েকটি দল। চলতি মাসেই আরও একটি বৈঠকের মাধ্যমে চুড়ান্ত নাম ঘোষণা করা হবে বলে জানান মমতা।