Lok Sabha Election: একমঞ্চে বিজেপির তাপস আর তৃণমূলের কুণাল, উত্তর কলকাতায় কি নতুন সমীকরণ?

একমঞ্চে তাপস-কুণাল (Lok Sabha Election)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমহার্স্ট স্ট্রিটে আয়োজিত একটি রক্তদান শিবিরের মঞ্চে দেখা গেল উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূল…

একমঞ্চে তাপস-কুণাল (Lok Sabha Election)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমহার্স্ট স্ট্রিটে আয়োজিত একটি রক্তদান শিবিরের মঞ্চে দেখা গেল উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকে। শুধু তাই নয়, মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় কুণাল ঘোষের মুখে তাপসের প্রশংসাও শোনা যায়। যদিও গোটা বিষয়টিকে ‘রাজনৈতিক সৌজন্য’ বলে উল্লেখ করেছেন প্রাক্তন সাংসদ কুণাল। এদিকে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

সুদীপ সাফ জানিয়ে দিয়েছেন, বিপক্ষের প্রার্থীদের নিয়ে তিনি ভাবছেনই না। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী উত্তর কলকাতার বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে এদিনের রক্তদান শিবিরের মঞ্চ থেকে কুণাল বলেন, আমরা তৃণমূল কর্মীরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করব। আর তাপস রায়ের হয়ে প্রচার করবেন বিজেপি কর্মীরা। এখানে কোনও ছাপ্পা ভোট হবে না। মানুষ বেছে নেবে তাঁর পছন্দের প্রার্থীকে। মানুষই শেষ কথা বলবে।

   

কুণালের বক্তব্যের সময় হাসতেও দেখা যায় তাপস রায়কে। তাপসের হাসিই বলে দিচ্ছিল, নাম না করে কুণাল ঘোষ ঠিক কাকে বার্তা দিতে চাইছেন। প্রসঙ্গত, উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আজ কুণাল ঘোষকে দেখা যায়নি। তৃণমূলের শ্রমিক সংগঠন আইটিটিইউসির উদ্যোগে আয়োজিত একটি পদযাত্রায় আজ অংশ নেন সুদীপ। অর্থাৎ, সুদীপ প্রচার চালাচ্ছিলেন, আর কুণাল ঘোষ তাপসের সঙ্গে হাজির ছিলেন রক্তদান শিবিরের মঞ্চে।

এই প্রসঙ্গে কুণাল বলেন, তাপস রায় সাংগাঠনিক নেতা, বিধায়ক, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। ওনার বাড়ির দরজা সকলের জন্য সর্বদা খোলা থাকে। উনি ভালো বলেই ওনাকে দলে রাখার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে তাপস বলেন, আমার প্রশংসা সবাই করেন। জনপ্রতিনিধি হিসেবে মানুষ আমাকে সর্বদা পাশে পেয়েছেন। ৫২ বছর ধরে রাজনীতি করছি, পাঁচবারের বিধায়ক। কুণাল খুবই ভালো ছেলে। ডাক্তার পিকে ঘোষের ছেলে। ওর মহানুভবতা দেখে আমি অবাক হয়ে যাই।

উত্তর কলকাতা কেন্দ্রে ভোট শেষ দফায়, অর্থাৎ, ১ জুন। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।