Kerala Blasters: উরুগুয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে কেরালা

পুরোনো সব হতাশা ভুলে এই ফুটবল সিজনে আইএসএলের প্লে-অফের লড়াইয়ে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters )। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। ওডিশার কাছে…

Uruguayan Footballer Adrian Luna

পুরোনো সব হতাশা ভুলে এই ফুটবল সিজনে আইএসএলের প্লে-অফের লড়াইয়ে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters )। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। ওডিশার কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব।

সেজন্য, এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট। বিদায় জানানো হয় দলের দায়িত্বে থাকা কোচ ইভান ভুকোমানোভিচকে। তার বদলে নতুন কোচ নেওয়ার পথে এই ফুটবল ক্লাব। কে হবেন দলের নতুন কোচ, এই নিয়ে গত কয়েকদিন ধরেই দেখা দিয়েছিল জল্পনা। জানা গিয়েছে, জার্মান ম্যানেজার মার্কাস বাবেলের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে এই ফুটবল ক্লাবের।

   

পূর্বে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি‌। এই কোচের হাতে কেরালা দলের দায়িত্ব তুলে দেওয়া হলে তা নিঃসন্দেহে বড়সড় সিদ্ধান্ত থাকবে সেটা কিন্তু বলাই চলে। জার্মান কোচের নির্দেশে দলের ফুটবলারদের পারফরম্যান্সে ও যে বদল আসবে সেটা বলাই চলে। তবে এখনো চূড়ান্ত হয়নি কোনো কিছু।

এসবের মাঝেই নিজেদের দলের এক দাপুটে ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তিনি আদ্রিয়ান লুনা। গত কয়েক মরশুম ধরেই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছেন উরুগুয়ের এই দাপুটে মিডফিল্ডার। তার উপস্থিতিতে যথেষ্ট সক্রিয় থেকেছে কেরালা দলের মাঝমাঠ। তবে এই মরশুমের মাঝামাঝিতেই পায়ের চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল তাকে।

পরবর্তীতে চোট কাটিয়ে ফের ফিরে আসেন আদ্রিয়ান লুনা। যদিও শেষ পর্যন্ত দল বেশিদূর এগোতে পারেনি।‌ কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছে তাদের। তবুও নতুন মরশুমের কথা ভেবে এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে কেরালা ব্লাস্টার্স। যতটুকু জানা যাচ্ছে, আরো দুইটি সিজনের জন্য এই ফুটবলারকে রাখতে চাইছে ম্যানেজমেন্ট। অন্যদিকে, আইএসএলের বেশকিছু ক্লাবের তরফ থেকে প্রস্তাব থাকলেও অন্যত্র যেতে রাজি হননি এই তারকা।