Meghalaya: ‘ব্যাক ডোর দিয়ে বিধানসভায় ঢোকা’ তৃণমূলের অভিযান ঘিরে জোর চর্চা

মেঘালয় বিধানসভা নির্বাচনে (Meghalaya Election 2023) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাপ্তি দেখতে মুখিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Mamata Banerjee Meghalaya Election

মেঘালয় বিধানসভা নির্বাচনে (Meghalaya Election 2023) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাপ্তি দেখতে মুখিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মেঘালয়বাসীর মত পশ্চিমবঙ্গবাসীরও নজর শিলংয়ের সিংহাসন দখলের লড়াইতে। বাংলায় তিনবার টানা সরকার গড়েছেন তৃণমূল নেত্রী।

তৃণমূল দাবি করে বিজেপি বিরোধী সর্বভারতীয় মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এবার মেঘালয়ে প্রধান বিরোধী দল হয়ে ভোটে নেমেছে। অ়ভিযোগ, এ রাজ্যের বিধানসভায় পিছনের দরজা দিয়ে ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃ়ণমূল কংগ্রেস। কংগ্রেসকে ভাঙিয়ে তারা হয়েছে বিরোধী দল।

   

মেঘালয় বিধানসভা ভোটের ফলাফলে এক্সিট পোল তৃণমূলের পক্ষে আশার বাণী শোনায়নি। তবে তৃ়ণমূল শিবিরের আশা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনও রাজ্যে জোড়া ফুলের সরকার হবে।

৬০ সদস্যের মেঘালয় বিধানসভার ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছিল। দলনেত্রী হিসেবে একাধিক জনসভা করেছেন মমতা। মেঘালয়বাসীর জন্য কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প হবে বলে বার্তা দেন। মেঘালয়ে ভোট পরবর্তী সমমনা দলগুলিকে নিয়ে জো গড়ার বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর নেতৃত্বে কংগ্রেস ভেঙে বিধায়করা টিএমসিতে ঢোকার পর এ রাজ্যে এতদিন ভোটে না লড়েই বিধানসভায় বিরোধী দল হয়েছিল টিএমসি। গত ২৭ ফেব্রুয়ারি ভোট পরীক্ষা দিয়েছে টিএমসি।

পশ্চিমবঙ্গে তিনবার পরপর সরকার গঠন করার পর গোয়া বিধানসভা ভোটে নেমেছিলেন মমতা। অভিযোগ, বিজেপির বিরোধী শিবিরের বিশেষ করে কংগ্রেসের ভোট কাটতেই মমতা উদ্যোগী হন। গোয়াতে তৃণমূল ডুবেছে। কংগ্রেসেরও ভোট কেটেছে। আর মেঘালনে সরাসরি কংগ্রেসকে ভেঙেছেন মমতা। যদিও এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃ়ণমূলে আসার পর বলেছেন, বিজেপি বিরোধী লড়াই করার শক্তি হারিয়েছে কংগ্রেস।