BJP: টার্গেট ৪০, হার থেকে শিক্ষা নিয়ে ঝাঁপাচ্ছেন মোদী

মোটামুটিভাবে স্থির দীপাবলির পর থেকেই নামবেন মোদী। তাঁর ভাগে কঠিন ৪৪টি আসনের দায়িত্ব বেঁধে দিয়েছে (BJP) বিজেপি। এই আসনগুলিতে বিজেপিকে জেতাতে দীপাবলির পর ঝাঁপাচ্ছেন (Modi)…

yoga modi

মোটামুটিভাবে স্থির দীপাবলির পর থেকেই নামবেন মোদী। তাঁর ভাগে কঠিন ৪৪টি আসনের দায়িত্ব বেঁধে দিয়েছে (BJP) বিজেপি। এই আসনগুলিতে বিজেপিকে জেতাতে দীপাবলির পর ঝাঁপাচ্ছেন (Modi) প্রধানমন্ত্রী। এদিকে বিজেপি শিবিরের চিন্তা থাকছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা। বিজেপিরই অন্দরে আলোচনা রাহুলের পদযাত্রায় কংগ্রেসের (Congress) করুণ হালে জোয়ার আসছে।

২০২৪ এর লোকসভা নির্বাচনে জয়ে ধারা ধরে রখতে বজ়সড় পরিকল্পনা গেরুয়া শিবিরের। ২০১৯ এর নির্বাচনে যে সমস্ত খামতি ছিল, তা আর রাখতে চায় না গেরুয়া শিবির। পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিজেপি সূত্রে খবর, পরাজিত ১৪৪ টি আসনের মধ্যে ৪০ টি আসনে বিরাট সমাবেশ করতে চায় গেরুয়া শিবির। হেরে যাওয়া প্রত্যেকটি আসনে বিশেষ গুরুত্ব দেবে বিজেপি হাইকম্যান্ড। সূত্রের খবর, ১৪৪ টি আসনের মধ্যে ৪০ টি আসনে নিজে প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা প্রভাস যোজনার দ্বিতীয় পর্যায়ে ১৪৪ টি আসনের দিকে বিশেষ নজর দেবে বিজেপি।

বাকি ১০৪ টি আসনে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে নামবেন। সমাবেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। একইসঙ্গে ওই ১০৪ টি কেন্দ্রের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। যারা রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন তাঁদের সঙ্গেও আলোচনা সারবেন কেন্দ্রীয় নেতৃত্ব।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে ২৮২ টি আসনে জয়লাভ করে বিজেপি। সেবার এনডিএ পেয়েছিল ৩৩৬ টি আসন। ২০১৯ সালে বিজেপির একক আসন সংখ্যা বেড়ে হয় ৩০৩। একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপিকে ক্ষমতায় এনে দিলেও এনডিএ শিবিরে গত কয়েক বছরে ভাঙন ধরেছে। বহু সাংসদরাই শাসক শিবির বদল করেছেন। প্রতিপক্ষের আসনের ওপরেই বিশেষ নজর দিতে চাইছে গেরুয়া শিবির।

২০১৯ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি বাকি আসন পেয়েছিল তৃণমূল। এর মধ্যে ব্যারাকপুর ও আসানসোল আসন বিজেপির হাতছাড়া। গোষ্ঠী কোন্দল আগামী দিনে দলের জন্য বিপদ আনতে পারে। বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েই এবার ময়দানে নামছে গেরুয়া শিবির।