Shib Sena: ভোটে শিবসেনা অস্তমিত! ঠাকরে পরিবার চূড়ান্ত সংকটে

শিবসেনার (Shib Sena) গর্ভগৃহ ঠাকরে পরিবার একেবারে কোনঠাসা। এবার দলীয় প্রতীক ও পতাকা তাদের হাতছাড়া হয়ে গেল। শুধু তাই নয় দলীয় নামে আর ভোট করতে…

শিবসেনার (Shib Sena) গর্ভগৃহ ঠাকরে পরিবার একেবারে কোনঠাসা। এবার দলীয় প্রতীক ও পতাকা তাদের হাতছাড়া হয়ে গেল। শুধু তাই নয় দলীয় নামে আর ভোট করতে পারবেনা ঠাকরে পরিবার। যে মারাঠি আঞ্চলিকতাবাদের সঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতি মিশিয়ে দল গড়েছিলেন বালাসাহেব ঠাকরে, তাঁর উত্তরাধিকারীরা সবই খোয়ালেন। বালাসাহেব পুত্র উদ্ধব ঠাকরে গোষ্ঠী বনাম শিন্ডের গোষ্ঠীর যুদ্ধে অস্তমিত শিবসেনা!

  • ১৯৬৬ সালে বালাসাহেব ঠাকরে তৈরি করেন শিবসেনা।
  • তাঁঁর পরিবারের মধ্যে দলটির কর্তৃত্ব কুক্ষিগত ছিল।
  • ২০২২ সালে এসে শিবসেনা নাম মুছল ভোট থেকে। 

শিবসেনা নাম ব্যবহার করা যাবে না। শনিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হল, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে কোনও পক্ষ দলীয় প্রতীক হিসাবে তীর-ধনুক, শিবসেনা নামটি ব্যবহার করতে পারবে না। আগামী ১০ অক্টোবরের মধ্যে দুই গোষ্ঠীকে নতুন দলীয় নাম ও প্রতীকের বিষয়ে বিস্তারিত জানাতে হবে। 

শিবসেনা এখন দুুই শিবিরে বিভক্ত। একপক্ষ উদ্ধব ও অন্যপক্ষ শিন্ডে। বিজেপির সমর্থনে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে হয়েছেন মুখ্যমন্ত্রী। আর কংগ্রেস এনসিপি জোটের পক্ষে থেকে উদ্ভব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরতে হয়েছে ক্ষমতা থেকে। মাস চারেক আগে টানটান উত্তেজনা ও শিবসেনার বিদ্রোহ ছিল দেশ জোড়া আলোচ্য বিষয়।

ঠাকরে পরিবারের সদস্যরা বালাসাহেবের আদর্শ ভুলেছেন। এই অভিযোগ তুলে বিদ্রোহী হন শিন্ডে। তাঁকে সমর্থন করে বিজেপি। গোয়া, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে শিবির তৈরি করে মহারাষ্ট্রে সরকার ফেলে দেন শিন্ডেরা। এর পরেই দলীয় প্রতীক ও নাম নিজেদের পক্ষে নিতে মরিয়া হন শিন্ডে। আদালতের নির্দেশে তিনি ও ঠাকরে কেউ পেল না শিবসেনা নাম।