Odisha: ৪২ ডিগ্রি গরমে পুড়ছে থাবা, জীবনের খোঁজে রেল লাইন ধরে ছুটছে কুকুর বাহিনী

এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে কামরাগুলো। ভিতরে কেথাও একটু গোঙানির শব্দ শোনা গেল মনে হয়। সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপ মেরে দেখল বিপর্যয় মোকাবিলা দলের বিশেষ…

এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে কামরাগুলো। ভিতরে কেথাও একটু গোঙানির শব্দ শোনা গেল মনে হয়। সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপ মেরে দেখল বিপর্যয় মোকাবিলা দলের বিশেষ প্রশিক্ষণ পাওয়া কুকুর। কামরার একদম কোনায় গুরুতর জখম এক মহিলা পড়ে ছিলেন। তার মু়খটা শুঁকেই চিৎকার শুরু। সংকেত পেয়েই উঠে এলেন NDRF কর্মীরা। দ্রুত ওই মহিলা যাত্রীকে বের করে পাঠানো হল হাসপাতালে। ততক্ষণে অন্য দিকে ছুটছে স্নিফার ডগ। ওড়িশা (Odisha) ট্রেন দুর্ঘটনার পর চলছে উদ্ধার কাজ।

কী নাম এই কুকুরদের। যারা প্রশিক্ষণ দেন তারাই জানেন। বাকিদের কাছে গন্ধ শোঁকা কুকুর। এই গন্ধ কিছু লক্ষণ দেখে তারা উদ্ধার করে। বিপর্যয়ে মৃত্যুমিছিলের মাঝে জীবনের খোঁজ দেয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রবল দাবদাহ চলছে। ওড়িশায় ৪২ ডিগ্রি সেলসিয়াস গরম। এই তাপে ইস্পাতের রেললাইন যেন আগুনে পোড়া লোহা। সেই লাইন ধরে ছুটছে কুকুর বাহিনী। আগুনের মত গরমে পুড়ে যাচ্ছে থাবা। জ্বালা সহ্য করেও চলছে তাদের উদ্ধার কাজ।

স্নিফার ডদ বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। শুক্রবার দুর্ঘটনার পর থেকে দুটি এক্সপ্রেস ট্রেন করমণ্ডল ও যশবন্তপুরের দুমড়ে মুচড়ে যাওয়া কামরার ভিতর, রেল লাইনের ধারে ছড়িয়ে পড়া যাত্রীদের দেহ শুঁকে জীবনের স্পন্দন খুঁজছে কুকুর বাহিনী।

উদ্ধার অভিযানে এনডিআরএফ, ওড়িশা বিপর্যয় র‌্যাপিড অ্যাকশন ফোর্স, ফায়ার ইউনিট এবং অ্যাম্বুলেন্সকে সহায়তা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। বিমান বাহিনীকেও উদ্ধার অভিযানে সহায়তার জন্য ডাকা হয়েছে।

ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর পর রেলের সিগন্যালিং সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে। নিহতের সংখ্যা বাড়ছে।