Odisha: পিছন থেকে ভয়াবহ ধাক্কা, করমণ্ডল-যশবন্তপুর বেলাইনে ফিরল সাঁইথিয়ার স্মৃতি

একটার পর একটা কামরা একে অন্যের উপর উঠে গেছিল। বীরভূমের সাঁইথিয়া স্টেশনে উত্তরবঙ্গ ও বনাঞ্চল এক্সপ্রেসের কামরাগুলো যেভাবে পরস্পরের উপর ছিটকে পড়েছিল সেই ভয়াবহ দৃশ্যের…

একটার পর একটা কামরা একে অন্যের উপর উঠে গেছিল। বীরভূমের সাঁইথিয়া স্টেশনে উত্তরবঙ্গ ও বনাঞ্চল এক্সপ্রেসের কামরাগুলো যেভাবে পরস্পরের উপর ছিটকে পড়েছিল সেই ভয়াবহ দৃশ্যের সাথে অনেকটা মিল পাওয়া যাচ্ছে ওড়িশার (Odisha) বহঙ্গা বাজারের কাছে ট্রেন দুর্ঘটনার। সকাল হতেই স্পষ্ট বীভৎসতা। শয়ে শয়ে যাত্রীদের মৃত্যুর খবর আসছে।

   

শুক্রবার রাতে হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু থেকে হাওড়া আসার যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেনের কামরাগুলিও পরস্পরের উপর ছিটকে পড়েছে। নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে।

কী ঘটেছিল বীরভূমের সাঁইথিয়া স্টেশনে? ২০১০ সালের ১৯ জুলাই সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা বনাঞ্চল এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মেরেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। সাঁইথিয়ার ৪ নং প্ল্যাটফর্মে ঘটেছিল এই দুর্ঘটনা। ট্রেনের বগি রেলব্রিজের উপরে উঠে যায়। রেলের সিগন্যালের ভুল ও চালকের গাফিলতি কোনটি এই দুর্ঘটনার কারণ তা স্পষ্ট হয়নি। তবে উত্তরবঙ্গ এক্সপ্রেসের চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে দাবি করা হয়। বহু যাত্রীর মৃত্যু হয়েছিল।

সাঁইথিয়া দুর্ঘটনার ১৩ বছরের মাথায় শুক্রবার ওড়িশার বহঙ্গা বাজারের কাছে দুর্ঘটনায় উঠে আসছে পিছন থেকে ধাক্কা লেগেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার রাতে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেসের পিছনের কয়েকটি কামরা বেলাইন হয়। সেই কামরাগুলি ছিটকে এসে পড়ে উল্টোদিকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের উপর। প্রবল ধাক্কায় করমণ্ডলের কয়েকটি কামরা পাশের লাইনে থাকা মালগাড়ির উপরে উঠে যায়। ঠিক যেমন করে পিছন থেকে প্রবল ধাক্কা খেয়ে সাঁইথিয়া স্টেশনের রেলব্রিজের সাথে আটকে গেছিল বনাঞ্চলের কামরা।

তবে দেশে রেল দুর্ঘটনার নিরিখে ওড়িশার বহঙ্গা বাজারে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত ও একটি মালগাড়ির উপর ছিটকে পড়া অর্থাত্‍ তিনটি ট্রেন একইসাথে দুর্ঘটনাগ্রন্থ এমন পরিস্থিতি নজিরবিহীন বলেই চিহ্নিত।

উদ্ধারে নেমেছে বায়ু সেনা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্ধারকারী দল। এনডিআরএফ দল নামানো হয়েছে। স্থানীয় সরকারি ও বেসরকারি সব হাসপাতালগুলিকে নির্গেশ দেওয়া হয়েছে আহতদের দ্রুত চিকিৎসার।