Odisha: থানার দুর্নীতি ফাঁস করায় শিকলে বেঁধে রাখা হল সাংবাদিককে

দুদিন আগে মধ্যপ্রদেশের সিধির কোতোয়ালি থানায় আটজনকে অর্ধনগ্ন করে হেনস্থা করেছিল পুলিশ। যার মধ্যে ছিলেন একজন সাংবাদিক (Journalist) ও একজন চিত্রসাংবাদিক। সেই ঘটনার রেশ মিলিয়ে…

Journalist was chained

দুদিন আগে মধ্যপ্রদেশের সিধির কোতোয়ালি থানায় আটজনকে অর্ধনগ্ন করে হেনস্থা করেছিল পুলিশ। যার মধ্যে ছিলেন একজন সাংবাদিক (Journalist) ও একজন চিত্রসাংবাদিক। সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই এবার ওড়িশা পুলিশের হাতে নিগৃহীত হলেন আর এক সাংবাদিক।

নীলগিরি থানার দুর্নীতি ফাঁস করার অভিযোগে ওই সাংবাদিককে শিকল বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ পুলিশের অত্যাচারে ওই সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন। তিনি হাসপাতালে ভর্তি।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশা রাজ্য পুলিশের ডিজি। জানা গিয়েছে, ওই সাংবাদিকের নাম লোকনাথ দালেই। তিনি বালাসোর শহরের বাসিন্দা। কিছুদিন আগে বালাসোর জেলার নীলগিরি থানার একটি দুর্নীতি তিনি প্রকাশ্যে এনেছিলেন। তারপরই লোকনাথের উপর নেমে আসে শাস্তির খাঁড়া।

ওই সাংবাদিক জানিয়েছেন, বুধবার সকালে তাকে হঠাৎই জরুরি তলব করে নীলগিরি থানা। তার বিরুদ্ধে এক হোমগার্ডের সঙ্গে অশালীন ভাষায় কথাবার্তা বলার অভিযোগ আনা হয়। নিরঞ্জনা রানা নামে এক হোমগার্ড তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। থানায় যোগাযোগ করার পর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের মারে অসুস্থ হয়ে পড়েন লোকনাথ। তখন তাঁকে হাতকড়া পরিয়ে পায়ে শিকল বেঁধে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এমনকী, হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর পা বেডের সঙ্গে শিকল দিয়ে বাঁধা ছিল। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।

লোকনাথের উপর অত্যাচারের এই ঘটনা সামনে আসতেই ওড়িশার সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি জেনে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পুলিশের ভূমিকার নিন্দা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত হওয়া দরকার। দোষী পুলিশের শাস্তি পাওয়া উচিত। তবে এ বিষয়ে রাজ্যের শাসক দল বিজেডি কোনও মন্তব্য করেনি।